সকাল থেকেই তিলোত্তমার মুখভার। গতকালের বৃষ্টির পর স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাসফাঁস করা গরমের দিন শেষ করে আসতে চলেছে বর্ষা । তবে বৃহস্পতিবারের আগেই আজও বৃষ্টিতে ভিজবে চলেছে দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন: ১০৪ ঘণ্টার লড়াইয়ের পর কুয়ো থেকে উদ্ধার ১১ বছরের কিশোর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টা পর তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি করে কমতে পারে।
আজ অর্থ্যাৎ বুধবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। রাতের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।