Sunday, November 9, 2025

১০০ দিনের কাজে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ৩৩০০কোটি টাকা, বিধানসভায় সরব পঞ্চায়েতমন্ত্রী

Date:

একশো দিনের কাজ প্রকল্পের মজুরি বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ৩ হাজার তিনশো কোটি টাকা। ২০২১-এর ২৬ ডিসেম্বর থেকে ওই টাকা এখনও পর্যন্ত ওই টাকা বাকি রয়েছে বলে বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানান পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় (Pulok Ray)। কেন্দ্রীয় আইনে নিয়োগের নিশ্চয়তা থাকা স্বত্বেও একশো দিনের প্রকল্পে জব কার্ডধারী শ্রমিকদের মজুরির টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই বকেয়া চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক চিঠি দিলেও কাজ হয়নি। এর ফলে ১কোটি ৪ লক্ষ মানুষ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

কাজ করার ১৫ দিনের মধ্যে শ্রমিকের আকাউন্টে টাকা পাঠানোই আইন বলে জানান পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু মাসের পর মাস সেই আইন ভাঙছে কেন্দ্র।
সূত্রের খবর, ১০০ দিনের কাজে অদক্ষ শ্রমিকের মজুরি বাবদ বকেয়া তিন হাজার ২৮৬ কোটি ৯৩ লক্ষ টাকা। গত বছর ২৬ ডিসেম্বরের পর আর টাকা পায়নি বাংলা। একই ভাবে ১০০ দিনের কাজে ব্যবহার করা উপাদান বাবদ বকেয়া অর্থের পরিমাণও তিন হাজার ৭৪২ কোটি ৫৪ লক্ষ টাকা। কেন্দ্র যা ২০২১ সালের ১৪ অগাস্টের পর থেকে অন্যায় ভাবে আটকে রেখেছে বলেই অভিযোগ মন্ত্রীর। ১০০ দিনের কাজের টাকার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকারের টনক নড়েনি বলেই অভিযোগ।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version