একশো দিনের কাজ প্রকল্পের মজুরি বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ৩ হাজার তিনশো কোটি টাকা। ২০২১-এর ২৬ ডিসেম্বর থেকে ওই টাকা এখনও পর্যন্ত ওই টাকা বাকি রয়েছে বলে বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানান পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় (Pulok Ray)। কেন্দ্রীয় আইনে নিয়োগের নিশ্চয়তা থাকা স্বত্বেও একশো দিনের প্রকল্পে জব কার্ডধারী শ্রমিকদের মজুরির টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই বকেয়া চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিক চিঠি দিলেও কাজ হয়নি। এর ফলে ১কোটি ৪ লক্ষ মানুষ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
কাজ করার ১৫ দিনের মধ্যে শ্রমিকের আকাউন্টে টাকা পাঠানোই আইন বলে জানান পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু মাসের পর মাস সেই আইন ভাঙছে কেন্দ্র।
সূত্রের খবর, ১০০ দিনের কাজে অদক্ষ শ্রমিকের মজুরি বাবদ বকেয়া তিন হাজার ২৮৬ কোটি ৯৩ লক্ষ টাকা। গত বছর ২৬ ডিসেম্বরের পর আর টাকা পায়নি বাংলা। একই ভাবে ১০০ দিনের কাজে ব্যবহার করা উপাদান বাবদ বকেয়া অর্থের পরিমাণও তিন হাজার ৭৪২ কোটি ৫৪ লক্ষ টাকা। কেন্দ্র যা ২০২১ সালের ১৪ অগাস্টের পর থেকে অন্যায় ভাবে আটকে রেখেছে বলেই অভিযোগ মন্ত্রীর। ১০০ দিনের কাজের টাকার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকারের টনক নড়েনি বলেই অভিযোগ।