Saturday, May 3, 2025

সংখ্যার জোর নেই বলে বিধানসভার অধিবেশন এড়িয়ে চলছে বিজেপি (BJP)। দ্বায়িত্বশীল প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করছে না তারা। বুধবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবারও বিধানসভায় বিজেপি তুমুল হইহট্টগোলের পরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন পার্থ। একাধিক ইস্যুতে বিজেপিকে (BJP) তুলোধনা করেন পরিষদীয় মন্ত্রী। আচার্য বিল পাশ করতে ভোটাভুটি নিয়ে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটাভুটিতে গোহারান হারবে বলেই অংশ নেয়নি বিজেপি। কিন্তু তৃণমূল যখন তিরিশ ছিল তখনও তারা ভোটাভুটিতে অংশ নিত। বিরোধী দলনেতার উদ্দেশ্যে পার্থ বলেন, তিনিও তো সেই সময় দলে থেকে এসব দেখেছেন।

বিরোধী দলনেতা সম্পর্কে অভিযোগ করে পরিষদীয় মন্ত্রী বলেন, জনসভায় বলা যায় যে কথা, তা তিনি বিধানসভার অলিন্দে বলছেন। “শুধু চেয়ার দখলের ইচ্ছা যাদের তাদের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। শুভেন্দু যে এদিন বলেছেন, কেন্দ্রের প্রকল্পের নাম ব্যবহার না করলে রাজ্য কোনও টাকা পাবে না। সেই প্রসঙ্গে পার্থ বলেন, ওটা বাংলার প্রাপ্য।

একশো দিনের কাজের প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা প্রাপ্য, সেই টাকা আটকে রেখে তারা বাংলার মানুষকে অপমান করছেন, বাংলার মানুষ তাদের কখনও ক্ষমা করবেন না। পার্থ প্রশ্ন তোলেন, বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব আসে তখন শুভেন্দু অধিকারী কোন দলে ছিলেন! আজ কীভাবে এত কথা তিনি বলেন?
বিজেপি বিধায়কদের সাসপেনশন বিষয়ে পার্থ বলেন, “বিধানসভায় এসে বিধানসভার কার্যপ্রণালীতে অংশ নেওয়া, গণতন্ত্রের ভাবধারাকে যারা মর্যাদা দিতে চান তারা অবশ্যই বিধানসভায় আসুন, আলোচনায় অংশ নিন, কিন্তু তাদেরকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতিও ওরা কোনো ন্যায় করছেন না। অধ্যক্ষ‌ও তো বলেছেন তসরা বিধিসম্মতভাবে মোশন আনুন, সহানুভূতির সঙ্গে সেটা বিচার হবে।“

 

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version