Tuesday, November 11, 2025

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

Date:

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে যাওয়ায় তাঁকে আক্রমণের পাল্টা মোক্ষম খোঁচা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, হিম্মত থাকলে তৃণমূল নেতাদের কালো পতাকা দেখান বঙ্গ বিজেপির ২১-এর নেতারা। বিজেপি নেতৃত্বকে বিঁধে তিনি বলেন, “এখন একটা ইস্যু চলছে দিলীপ ঘোষের বিরোধিতা। যাঁরা বিরোধীদলে থেকে আমার কিছু করতে পারেনি, তাঁরা বিজেপিতে থেকে আমার কী উপড়ে নেবে?“

গতবারের বিধানসভা নির্বাচন থেকেই দিলীপকে কোণঠাসা করছেন বঙ্গ বিজেপির নব্য নেতৃত্ব। তাঁর কেন্দ্র থেকে সরিয়ে এনে এমন জায়গা থেকে দাঁড় করানো হল, যেখানে তিনি জিততে পারলেন না। এর পরেই দলীয় নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের (Dilip Ghosh)। সম্প্রতি হঠাৎ খবর পাওয়া যায়, বিয়ে করছেন দিলীপ ঘোষ। সেই খবরও বিজেপির কেউ নন, দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সৌজন্যের সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন বিজেপি নেতা। সেই বিষয় নিয়ে দলবদলু বিজেপি (BJP) নেতৃত্ব তাঁকে কটাক্ষ করেন। কিন্তু সেই বিষয়ে বিন্দুমাত্র বিচলিত নন দিলীপ। বুধবারের পর থেকেই এই ধরনের আক্রমণের জবাব সোজাসুজি দিচ্ছেন তিনি।
আরও খবররুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

শনিবার, দিলীপ বলেন, এখন যাঁরা বিজেপিতে থেকে তাঁর সমালোচনা করছেন, তাঁরাই একসময় তৃণমূলের (TMC) হয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। বিজেপি নেতার কথায়, মুখ্যমন্ত্রীর সৌজন্যের সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন। এর পরেই তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করছেন, তাঁরা সব ২১-এর বিজেপি। “এঁরা আজ বিজেপি-তে কাল তৃণমূলে। কিন্তু দিলীপ ঘোষ কখন বিজেপি ছাড়বে না। এঁরা একরাত কাটায় বিজেপির বাড়িতে, একরাত তৃণমূলের বাড়িতে।“ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “সবাই দিলীপ ঘোষকে ডাকে। সেই কারণেই যায়। এখানে গিয়েছি, ঠিক করেছি।“ বিজেপি নেতৃত্বকে বিঁধে তিনি বলেন, “এখন একটা ইস্যু চলছে দিলীপ ঘোষের বিরোধিতা। যাঁরা বিরোধীদলে থেকে আমার কিছু করতে পারেনি, তাঁরা বিজেপিতে থেকে আমার কী উপড়ে নেবে?“

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version