Sunday, May 4, 2025

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক। সেখানে বাংলায় একের পরে এক পরীক্ষায় ছাত্রদের থেকে বেশি সাফল্যের মুখ দেখছে ছাত্রীরা। শুক্রবার মাধ্যমিকের (Madhyamik Examination) ফলাফলেও দেখা গিয়েছে মেয়েদের সাফল্য। আর শনিবার মাদ্রাসার (Madrasah Examination) ফলাফলেও মেয়েদের একই সাফল্যের ছবি। মেধাতালিকার প্রথম ১৫ জনের মধ্যে ১২ জনই ছাত্রী।

পরীক্ষা শেষ হওয়ার ৪০ দিনের মাথায় শনিবার প্রকাশিত হল মাদ্রাসার ফল। এবারের মাদ্রাসার পরীক্ষায় ছাত্রীদের সংখ্যাও বেশি ছিল। ঠিক তেমনই তাদের পাশের হারও (percentage of success) অনেক বেশি। এই বছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৭৩ জন। এদের মধ্যে ১৫ হাজার ৪২০ জন ছাত্র ও ২৮ হাজার ৬৫৩ জন ছাত্রী ছিল। মোট পাশ করেছে ৩৯ হাজার ৮০৬ জন। তারমধ্যে ১৩ হাজার ৯৭৫ জন ছাত্র এবং ২৫ হাজার ৮৩১ জন ছাত্রী কৃতকার্য হয়েছে।

মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে ফাহমিদা ইয়াসমিন এবং শাহিদা পারভিন। তাঁদের প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় স্থানে মালদা চাঁচলের শামসুন নেহার (৭৭৬)। আলিফ নুর খাতুন ৭৭২ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। অর্থাৎ মেধাতালিকার প্রথম চারে নেই কোনও ছাত্র। যেভাবে রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে ছাত্রীদের পড়ায় উৎসাহ যুগিয়েছেন, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও একাধিক প্রকল্পের মধ্যে দিয়ে পড়াশোনার পথ সহজ করেছেন, তাতে শিক্ষাঙ্গনে ফিরেছেন ছাত্রীরা। আর ফিরেই নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন।

Related articles

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...
Exit mobile version