Monday, August 25, 2025

সংখ্যার জোর নেই বলে অধিবেশন এড়িয়ে চলছে বিজেপি: তীব্র আক্রমণ পার্থর

Date:

Share post:

সংখ্যার জোর নেই বলে বিধানসভার অধিবেশন এড়িয়ে চলছে বিজেপি (BJP)। দ্বায়িত্বশীল প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করছে না তারা। বুধবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবারও বিধানসভায় বিজেপি তুমুল হইহট্টগোলের পরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন পার্থ। একাধিক ইস্যুতে বিজেপিকে (BJP) তুলোধনা করেন পরিষদীয় মন্ত্রী। আচার্য বিল পাশ করতে ভোটাভুটি নিয়ে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটাভুটিতে গোহারান হারবে বলেই অংশ নেয়নি বিজেপি। কিন্তু তৃণমূল যখন তিরিশ ছিল তখনও তারা ভোটাভুটিতে অংশ নিত। বিরোধী দলনেতার উদ্দেশ্যে পার্থ বলেন, তিনিও তো সেই সময় দলে থেকে এসব দেখেছেন।

বিরোধী দলনেতা সম্পর্কে অভিযোগ করে পরিষদীয় মন্ত্রী বলেন, জনসভায় বলা যায় যে কথা, তা তিনি বিধানসভার অলিন্দে বলছেন। “শুধু চেয়ার দখলের ইচ্ছা যাদের তাদের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। শুভেন্দু যে এদিন বলেছেন, কেন্দ্রের প্রকল্পের নাম ব্যবহার না করলে রাজ্য কোনও টাকা পাবে না। সেই প্রসঙ্গে পার্থ বলেন, ওটা বাংলার প্রাপ্য।

একশো দিনের কাজের প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা প্রাপ্য, সেই টাকা আটকে রেখে তারা বাংলার মানুষকে অপমান করছেন, বাংলার মানুষ তাদের কখনও ক্ষমা করবেন না। পার্থ প্রশ্ন তোলেন, বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব আসে তখন শুভেন্দু অধিকারী কোন দলে ছিলেন! আজ কীভাবে এত কথা তিনি বলেন?
বিজেপি বিধায়কদের সাসপেনশন বিষয়ে পার্থ বলেন, “বিধানসভায় এসে বিধানসভার কার্যপ্রণালীতে অংশ নেওয়া, গণতন্ত্রের ভাবধারাকে যারা মর্যাদা দিতে চান তারা অবশ্যই বিধানসভায় আসুন, আলোচনায় অংশ নিন, কিন্তু তাদেরকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতিও ওরা কোনো ন্যায় করছেন না। অধ্যক্ষ‌ও তো বলেছেন তসরা বিধিসম্মতভাবে মোশন আনুন, সহানুভূতির সঙ্গে সেটা বিচার হবে।“

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...