Monday, November 24, 2025

সংখ্যার জোর নেই বলে অধিবেশন এড়িয়ে চলছে বিজেপি: তীব্র আক্রমণ পার্থর

Date:

Share post:

সংখ্যার জোর নেই বলে বিধানসভার অধিবেশন এড়িয়ে চলছে বিজেপি (BJP)। দ্বায়িত্বশীল প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করছে না তারা। বুধবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবারও বিধানসভায় বিজেপি তুমুল হইহট্টগোলের পরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন পার্থ। একাধিক ইস্যুতে বিজেপিকে (BJP) তুলোধনা করেন পরিষদীয় মন্ত্রী। আচার্য বিল পাশ করতে ভোটাভুটি নিয়ে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটাভুটিতে গোহারান হারবে বলেই অংশ নেয়নি বিজেপি। কিন্তু তৃণমূল যখন তিরিশ ছিল তখনও তারা ভোটাভুটিতে অংশ নিত। বিরোধী দলনেতার উদ্দেশ্যে পার্থ বলেন, তিনিও তো সেই সময় দলে থেকে এসব দেখেছেন।

বিরোধী দলনেতা সম্পর্কে অভিযোগ করে পরিষদীয় মন্ত্রী বলেন, জনসভায় বলা যায় যে কথা, তা তিনি বিধানসভার অলিন্দে বলছেন। “শুধু চেয়ার দখলের ইচ্ছা যাদের তাদের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। শুভেন্দু যে এদিন বলেছেন, কেন্দ্রের প্রকল্পের নাম ব্যবহার না করলে রাজ্য কোনও টাকা পাবে না। সেই প্রসঙ্গে পার্থ বলেন, ওটা বাংলার প্রাপ্য।

একশো দিনের কাজের প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা প্রাপ্য, সেই টাকা আটকে রেখে তারা বাংলার মানুষকে অপমান করছেন, বাংলার মানুষ তাদের কখনও ক্ষমা করবেন না। পার্থ প্রশ্ন তোলেন, বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব আসে তখন শুভেন্দু অধিকারী কোন দলে ছিলেন! আজ কীভাবে এত কথা তিনি বলেন?
বিজেপি বিধায়কদের সাসপেনশন বিষয়ে পার্থ বলেন, “বিধানসভায় এসে বিধানসভার কার্যপ্রণালীতে অংশ নেওয়া, গণতন্ত্রের ভাবধারাকে যারা মর্যাদা দিতে চান তারা অবশ্যই বিধানসভায় আসুন, আলোচনায় অংশ নিন, কিন্তু তাদেরকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতিও ওরা কোনো ন্যায় করছেন না। অধ্যক্ষ‌ও তো বলেছেন তসরা বিধিসম্মতভাবে মোশন আনুন, সহানুভূতির সঙ্গে সেটা বিচার হবে।“

 

spot_img

Related articles

স্কুল থেকে বাড়ি ফেরা হল না! উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পুলকার, মৃত ৩ পড়ুয়া

প্রতিদিন যে সময়ে স্কুল থেকে বাড়ি ফেরে পড়ুয়ারা, সেরকমই অপেক্ষা করছিল তাদের পরিবার। কিন্তু সোমবার বাড়ি ফিরল না...

চুক্তিভিত্তিক কর্মীতে আপত্তি কীসের, কেন বেসরকারি আবাসনে ভোট গ্রহণ? প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমারকে ফের কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) কাজে অসন্তোষ প্রকাশ করে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) কড়া...

প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব স্নুকারের খেতাব জয় তেইশ বছরের অনুপমার

ভারতীয় ক্রীড়া ইতিহাসে সোনালী অধ্যায় জুড়ে দিলেন তামিলনাড়ুর ২৩ বছর বয়সী মহিলা খেলোয়াড়। বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করলেন অনুপমা...

চলচ্চিত্র জগতে বিরাট ক্ষতি: ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

দীর্ঘ অসুস্থতা, ভুয়ো খবরের পরে হঠাৎই সোমবার সকালে প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dramendra)। খবরের সত্যতা যাচাইয়ের পরেই...