Thursday, December 18, 2025

সংখ্যার জোর নেই বলে অধিবেশন এড়িয়ে চলছে বিজেপি: তীব্র আক্রমণ পার্থর

Date:

Share post:

সংখ্যার জোর নেই বলে বিধানসভার অধিবেশন এড়িয়ে চলছে বিজেপি (BJP)। দ্বায়িত্বশীল প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করছে না তারা। বুধবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবারও বিধানসভায় বিজেপি তুমুল হইহট্টগোলের পরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন পার্থ। একাধিক ইস্যুতে বিজেপিকে (BJP) তুলোধনা করেন পরিষদীয় মন্ত্রী। আচার্য বিল পাশ করতে ভোটাভুটি নিয়ে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটাভুটিতে গোহারান হারবে বলেই অংশ নেয়নি বিজেপি। কিন্তু তৃণমূল যখন তিরিশ ছিল তখনও তারা ভোটাভুটিতে অংশ নিত। বিরোধী দলনেতার উদ্দেশ্যে পার্থ বলেন, তিনিও তো সেই সময় দলে থেকে এসব দেখেছেন।

বিরোধী দলনেতা সম্পর্কে অভিযোগ করে পরিষদীয় মন্ত্রী বলেন, জনসভায় বলা যায় যে কথা, তা তিনি বিধানসভার অলিন্দে বলছেন। “শুধু চেয়ার দখলের ইচ্ছা যাদের তাদের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। শুভেন্দু যে এদিন বলেছেন, কেন্দ্রের প্রকল্পের নাম ব্যবহার না করলে রাজ্য কোনও টাকা পাবে না। সেই প্রসঙ্গে পার্থ বলেন, ওটা বাংলার প্রাপ্য।

একশো দিনের কাজের প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা প্রাপ্য, সেই টাকা আটকে রেখে তারা বাংলার মানুষকে অপমান করছেন, বাংলার মানুষ তাদের কখনও ক্ষমা করবেন না। পার্থ প্রশ্ন তোলেন, বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব আসে তখন শুভেন্দু অধিকারী কোন দলে ছিলেন! আজ কীভাবে এত কথা তিনি বলেন?
বিজেপি বিধায়কদের সাসপেনশন বিষয়ে পার্থ বলেন, “বিধানসভায় এসে বিধানসভার কার্যপ্রণালীতে অংশ নেওয়া, গণতন্ত্রের ভাবধারাকে যারা মর্যাদা দিতে চান তারা অবশ্যই বিধানসভায় আসুন, আলোচনায় অংশ নিন, কিন্তু তাদেরকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতিও ওরা কোনো ন্যায় করছেন না। অধ্যক্ষ‌ও তো বলেছেন তসরা বিধিসম্মতভাবে মোশন আনুন, সহানুভূতির সঙ্গে সেটা বিচার হবে।“

 

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...