Saturday, May 3, 2025

রাষ্ট্রপতি নির্বাচন: বিরোধীদের মতামত জানতে চান মোদি, খাড়গেকে ফোন রাজনাথের

Date:

রাষ্ট্রপতি নির্বাচনকে(Precidential election) কেন্দ্র করে শাসক ও বিরোধী দুই শিবিরেই তৎপরতা একেবারে তুঙ্গে। বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৈঠকে বসেছে বিরোধী শিবির। সেদিকে নজর রয়েছে শাসক শিবিরের। এই পরিস্থিতিতেই এবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের ভাবনাচিন্তা কী তা জানতে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে(Mallikarjun kharge) শাসক শিবির থেকে ফোন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath sing)। ফলে জল্পনা শুরু হয়েছে তবে কি মোদি সরকার নির্বাচনী লড়াইয়ে না গিয়ে সকলের মনোনিত কোনও প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বসাতে ইচ্ছুক?

রাজনাথ সিংয়ের কাছ থেকে পাওয়া ফোনের বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমকে খাড়গে বলেন, “রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আমাদের মতামত জানতে চান। আমি জানতে চেয়েছি, তাঁদের কী প্রস্তাব, কারা প্রার্থী?…এই প্রসঙ্গে কিছু বলেননি। আমরা যদি সর্বসম্মতিতে, বিতর্কিত নয় এমন কাউকে (রাষ্ট্রপতি পদপ্রার্থী) বাছাই করি, তা হলে কি সরকার মেনে নেবে?”

অন্যদিকে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শুরুতে শরদ পাওয়ারের নাম জল্পনার কেন্দ্র বিন্দুতে উঠে এলেও পাওয়ার এই নির্বাচনের লড়ার প্রস্তাব খারিজ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে বিরোধীদের তরফ থেকে দ্বিতীয় নাম উঠে এসেছে গোপাল কৃষ্ণ গান্ধীর। রাষ্ট্রপতি নির্বাচনের কৌশল ঠিক করতে এদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিয়েছে ১৭ টি বিজেপি বিরোধী দল।


Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version