অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি

0
1

গরুপাচার-কাণ্ডে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। বুধবার সায়গলের বোলপুরের ফ্ল্যাটে পাঁচ সদস্যের সিবিআই দল হাজির হয়।  ঘণ্টা খানেকেরও বেশি সময় ধরে  তল্লাশি চলে বাড়িতে।  ডোমকল-সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সায়গলের প্রচুর জমি ও  কোটি টাকার সম্পত্তি রয়েছে। বোলপুরেও সায়গলের একটি প্রাসাদোপম ফ্ল্যাট রয়েছে। গোপন সূত্রে সিবিআইয়ের কাছে খবর ছিল যে, এখানে বেশ  কিছু গোপন নথি লুকিয়ে রাখা থাকতে পারে।  সেই কারণেই এই ফ্ল্যাটে হানা দিল সিবিআই। এমনটাই মনে করা হচ্ছে । জানা গিয়েছে, বীরভূমকে করিডর হিসেবে ব্যবহারের সময়  অনুব্রত মণ্ডলের সঙ্গী ও রক্ষী  সায়গল মারফত একাধিক প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ হয়েছিল। পাচারের টাকা থেকেও  অনেকটা পরিমাণ লভ্যাংশ পেয়েছিলেন সায়গল। পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সায়গল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল বলে দাবি সিবিআইয়ের। সায়গলের আয়-ব্যয়ের হিসেবে বিস্তর ফারাক পাওয়া গিয়েছে বলেই বলে এদিন তার ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। এমনটাই জানানো হয়েছে সিবিআই সূত্রে।