Wednesday, November 5, 2025

কী অবস্থা রুশ প্রেসিডেন্টের (President of Russia)? পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়াতে পারছেন না পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে বারবার আলোচনা হয়েছে প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে। তাঁর রণনীতি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হয়েছে। লড়াকু মনোভাবাপন্ন ভ্লাদিমির পুতিন (Vladimir Vladimirovich Putin) নিজে সামরিক বাহিনীতে ছিলেন। আর আজ কিনা ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছেন না। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিও ঘিরে পুতিনকে নিয়ে নয়া জল্পনা তৈরি হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রচণ্ড হাত কাঁপছে পুতিনের। ঠিকমতো দাঁড়াতেও পারছেন না রুশ প্রেসিডেন্ট। তারপর থেকেই অনেকে দাবি করতে শুরু করেছেন যে পুতিন নাকি কার্যত পঙ্গু হয়ে গিয়েছেন।

গত মার্চ মাসে পাঁচ দেশের গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ (Five eyes) দাবি করে পুতিন ক্যানসারে আক্রান্ত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ব্রিটেন ও আমেরিকা- এই পাঁচটি দেশের গোয়েন্দাজোট বলছেন, ইদানিং কালে রুশ প্রেসিডেন্টকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে দেখা যাচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এ পুতিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সম্প্রতি ক্রেমলিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন (Vladimir Putin)। সেখানে এক ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিখ্যাত রুশ পরিচালক নিকিতা মিখাইলভকভকে (Nikita Sergeyevich Mikhalkov)পুরস্কার দেওয়ার সময় স্থির হয়ে দাঁড়াতে পারছেন না পুতিন। স্পষ্ট বোঝা যাচ্ছে নিজের হাতের উপর কার্যত কোনও নিয়ন্ত্রণই রাখতে পারছেন না তিনি। মঞ্চে ঠিকমতো দাঁড়াতেও পারছেন না ৬৯ বছরের রুশ প্রেসিডেন্ট। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য আন্তর্জাতিক মহলে।



Related articles

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...
Exit mobile version