Tuesday, August 26, 2025

রাষ্ট্রপতি পদে বিজেপির পছন্দ দক্ষিণী মহিলা মুখ! তামিলি-র নাম ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

অবিজেপি দলগুলির তরফে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি(Precident) পদপ্রার্থী ঠিক করার বৈঠকের পরের দিনই বিজেপির (BJP) তরফে ওই পদের জন্য দক্ষিণ ভারতের মহিলা প্রার্থীর নাম ভাসানো হল। তেলেঙ্গানার রাজ্যপাল তামিলি সৌন্দরারাজন (Tamili Soudararajan)। রাজনৈতিক মহলের মতে, এক ঢিলে তিন টার্গেট চাইছে পদ্ম শিবির। এক, দক্ষিণ ভারত। দুই, পিছিয়ে পড়া সম্প্রদায়। তিন, মহিলা।

কে এই তামিলি সৌন্দরারাজন?
তামিলি তেলেঙ্গানার দ্বিতীয় রাজ্যপাল (Governor)। এর আগে তিনি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। বিজেপির তামিলনাড়ুর রাজ্য সভাপতি ছিলেন তামিলি। রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তাঁর বাবা ছিলেন কংগ্রেস সাংসদ। স্বামী চিকিৎসক।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির বিভাজনের রাজনীতি দেশজুড়ে লাগাতার ধাক্কা খাচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে মরিয়া মোদি সরকার। জাতপাতের রাজনীতি ব্যবহার করে বিভাজনের থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। পাশাপাশি, দক্ষিণী দলিত মহিলা প্রার্থী দাঁড় করাতে পারলে, ওই ফর্মুলায় বিরোধীদের থেকেও ভোট আদায় করা যাবে। আর এভাবে বিরোধীদের মধ্যেই তৈরি করা যাবে বিভাজন। রাজনীতির এক নয়া চাল গেরুয়া শিবিরের। অর্থাৎ, দক্ষিণী প্রার্থীকে সামনে এনে সমঝোতায় ভাঙন ধরানো। কারণ, ডিএমকে বিরোধী জোটে থাকলেও বিজেপির দক্ষিণী প্রার্থীকেই তারা সমর্থন দিতে বাধ্য হবে বলে মনে করছে তারা। এই পরিস্থিতিতে এখন তামিলি সৌন্দরারাজনকেই বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদ করার দিকে পাল্লা ভারী বলে সূত্রের খবর।

 

 

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version