Sunday, August 24, 2025

বুলডোজার কাণ্ডে এবার যোগী সরকারকে নোটিশ সুপ্রিমকোর্টের

Date:

উত্তরপ্রদেশে(UttarPradesh) আন্দোলনকারীদের দমন করতে বুলডোজারকে হাতিয়ার করেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী সরকার(Yogi Govt)। ভেঙে দেওয়া হয়েছে একের পর এক আন্দোলনকারীদের বাড়ি। তবে এই বুলডোজার কাণ্ডে এবার চাপে পড়ল বিজেপি সরকার। যোগী সরকারকে নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে এবিষয়ে জবাবদিহি করার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট(Supreme Court)। সরকারের তরফে একের পর এক বাড়ি ভাঙার ঘটনায় জামিয়াত উলেমা-ই-হিন্দের তরফে সুপ্রিম কোর্টের কাছে মামলা করা হয় যোগী সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালতের তরফে আরও জানানো হয়েছে, সঠিক প্রক্রিয়া না মেনে বাড়ি ভাঙা যাবে না। আগামী সপ্তাহে ফের শুনানি হবে এই মামলায়।

এই মামলায় উত্তরপ্রদেশ সরকারের তরফে আগেই জানানো হয়েছিল নিয়মমতোই বাড়ি ভাঙা হয়েছে। কোনও বিশেষ সম্প্রদায়কে নিশানা করে বাড়ি ভাঙার কাজ করা হয়নি। যদিও অভিযোগকারীদের দাবি, বাড়ি ভাঙ্গার আগে কোনওরকম নোটিশ দেওয়া হয়নি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, সরকার অনেক সময় পাবে অভিযোগ জানানোর জন্য। কিন্তু তার মধ্যে সব নাগরিককে সুরক্ষিত রাখতে হবে। সকল সম্প্রদায়ের মানুষকে নিয়েই সমাজ গড়ে ওঠে। তাই তাঁদের কোনও সমস্যা হলে, তার সমাধান করার চেষ্টা করতে হবে। বাড়ি ভেঙে দেওয়ার মতো কাজ করতে গেলে আইন মেনে করতে হবে।

উল্লেখ্য, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে উদ্দেশ্য করে বুলডোজার চালাচ্ছে উত্তরপ্রদেশ সরকার। সেখানকার সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন ১২ জন বিচারপতি। তাতে জানানো হয়, শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন প্রতিবাদীরা। কিন্তু তাঁদের কথা বলার সুযোগ দিচ্ছে না উত্তরপ্রদেশ সরকার। বরং তাঁদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ করতে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।


Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version