২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড় থেকে সমতল, কোচবিহার থেকে কাকদ্বীপ—রাজ্যের প্রায় সর্বত্রই গত দেড় মাস ধরে প্রস্তুতিসভা ও মিছিলে ঘুরেছেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
রাজ্য সভাপতি জানিয়েছেন, এ বছরের সমাবেশের মূল থিম করা হচ্ছে বিজেপির ভাষাসন্ত্রাস, বাঙালিবিদ্বেষ এবং এসআইআর বিরোধিতা। সমাবেশে প্রধান বক্তা থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও অংশ নেবেন সংগঠনের প্রথম দিনের নেতা-কর্মী ও প্রাক্তন সভাপতি-নেতারা।
প্রস্তুতির অংশ হিসেবেই তৈরি হয়েছে বিশেষ থিম সং। কেশব দে-র সুর ও বাদল পালের কথায় গানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। রবিবারও হাবড়াতে মিছিল করেছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। সংগঠনের দাবি, এবারের সমাবেশে দুই লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী যোগ দেবেন। শহর কলকাতা তাই তৈরি হচ্ছে ২৮ অগাস্টে ছাত্র-ছাত্রীদের সমাবেশের সাক্ষী হতে।
আরও পড়ুন – যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও
_
_
_
_
_
_
_