ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাশ,উপাচার্যর কার্যকালের মেয়াদ বেড়ে ৭০ বছর

কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, উপাচার্যর কার্যকালের মেয়াদ ৬৫ বছর থেকে বাড়িয়ে ৭০ বছর করা হচ্ছে

বিধানসভা ভবন

কল্যানীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কার্যকালের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি বিল বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পাশ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের উপরে আলোচনার জবাবী ভাষণে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, উপাচার্যর কার্যকালের মেয়াদ ৬৫ বছর থেকে বাড়িয়ে ৭০ বছর করা হচ্ছে। প্রথম দফায় আচার্যর অনুমতি নিয়ে তাকে চার বছরের জন্য নিয়োগ করা হবে। পরে উপাচার্যর উৎকর্ষ ও প্রশাসনিক দক্ষতা বিচার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন মেনে তাকে আরও চার বছরের জন্য নিয়োগ করার সংস্থান এই বিলে রাখা হয়েছে। এরপরেও উপাচার্যর বয়স ৭০ বছরের মধ্যে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাকে ঐ পদে আরও দুই বছরের জন্য পুনর্নিয়োগ করতে পারবেন বলে কৃষিমন্ত্রী জানান।দেশের নব্বই শতাংশ বিশ্ববিদ্যালয়েই উপাচার্যর কার্যকালের মেয়াদ বাড়িয়ে ৭০ বছর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ অকৃতকার্য হয়েও বিক্ষোভ! কীর্তি দেখে হতবাক মুখ্যমন্ত্রী

এই দিন বিলের উপরে আলোচনার শুরুতে বিজেপির অরূপ সাহা বিলের বিরোধীতা করে বলেন, সার্চ কমিটি তুলে দিয়ে এই নিয়ম চালু হলে বিশ্ববিদ্যালয়েও দলতন্ত্র কায়েম হবে। অন্যান্যদের মধ্যে বিজেপির নীলাদ্রি শেখর দানা, শান্তনু প্রামানিক, বিষ্ণু প্রসাদ শর্মা, তৃণমূল কংগ্রেসের শ্যামল মন্ডল, প্রদীপ মজুমদার অংশ নেন। পরে ভোটাভুটিতে বিলটি পাশ হয়। বিলের পক্ষে ১১৯ ও বিপক্ষে ৫৩ টি ভোট পড়ে।