Tuesday, December 16, 2025

তৃণমূলের সমর্থনে বিজেপি-র ৭ বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

Date:

তৃণমূল (TMC) বিধায়কদের সম্মতির ভিত্তিতে বিজেপির (BJP) ৭ সাসপেন্ডেড বিধায়কের সাসপেনশন প্রত্যাহার হল। এবার থেকে বিধানসভার (Assembly) অধিবেশনে যোগ দিতে পারবেন তাঁরা। বৃহস্পতিবার, অধিবেশন শুরুর পর সাসপেনশন প্রত্যাহারের পক্ষে মত দেন তৃণমূল বিধায়করা। বিজনেস অ্যাডভাইজরি কমিটির (BA Committee) বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষ পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন তুলে নেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। ১৭ তারিখ পর্যন্ত চলবে অধিবেশন। সেই মতো শেষ ২ দিন অধিবেশনে যোগ দিতে পারবেন তাঁরা।

বিধানসভার বাজেট অধিবেশনে হট্টগোল বাধায় বিজেপি। এরপরের অধিবেশনে শাসকদলের মন্ত্রী-বিধায়কদের দিকে মারতে যান গেরুয়া শিবিরের বিধায়করা। সেই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এর প্রতিবাদে অধিবেশন বয়কট করে বিজেপি। সাসপেনশনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টেও যায় বিজেপি। বিধানসভার রীতি মেনে বিধায়কদের সাসপেনশনের বিষয়টির মেটানোর নির্দেশ দেয় আদালত। তারপরই স্পিকারের কাছে জোড়া প্রস্তাব পেশ করে বিজেপি। আবেদনে পদ্ধতিগত ত্রুটি আছে বলে তা খারিজ করে দেন বিধানসভার স্পিকার। এদিন, ফের সাসপেন্ডেড বিজেপি বিধায়করা আবেদন জানান। তাতে তৃণমূল বিধায়কদের সমর্থন করায় শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, সুদীপ মুখোপাধ্যায়, নরহরি মাহাত-সহ ৭ জনের সাসপেনশন তুলে নেওয়া হয়।


তৃণমূল বারবারই বিরোধীদের দায়িত্বশীল ভূমিকার পক্ষে সমর্থন জানায়। বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে বিরোধীরা সঠিকভাবে কাজ পরিচালনায় সহযোগিতা করুক সেটা চায়। এদিনের ঘটনায় সেটাই আবর প্রমাণ হল।

 

 

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version