কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ থামার নামই নেই। এর সর্বোচ্চ প্রভাব দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ ও বিহারে। বৃহস্পতিবার বিহারের বহু জায়গায় রেলস্টেশনে ট্রেনে আগুন দেওয়া হয়েছিল, শুক্রবারও দেশজুড়ে ট্রেন জ্বালানো থেকে শুরু করে স্টেশন ভাঙচুরের খবর পাওয়া গেছে। রাস্তা থেকে সোশ্যাল মিডিয়ায় অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা দেখা যাচ্ছে। #ModiMustResign হ্যাশট্যাগ সহ টুইটারে একটি ট্রেন্ড চলছে । যা নিয়ে সকলেই তাদের মতামত রাখছেন।
আরও পড়ুন:অগ্নিপথের বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ গেল বিক্ষোভকারীর, আহত ১৫
প্রসঙ্গত,মোদি সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ্ খোলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকাইত। তিনি বলেন, অগ্নিপথ প্রকল্প যুবকদের জন্য, বিশেষ করে কৃষকের সন্তানদের জন্য উপকারী নয়। দেশজুড়ে এই প্রকল্পের বিরোধিতা করা হবে । এমনকী জাতীয়তাবাদ আন্দোলনও হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। টিকাইত বলেন, এখন পর্যন্ত যুবকরা সেনাবাহিনীতে ১৫ বছরের চাকরি ও পেনশন পাচ্ছে। কিন্তু নতুন স্কিমের আওতায় চার বছর চাকরির পরেও যখন যুবক পেনশন ছাড়াই বাড়ি চলে যাবে , তখন তার ভবিষ্যত কী হবে?