আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

দুপুর ২.৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা

শুক্রবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দুপুর ২.৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। মোট ১০ জনের মেধা তালিকা প্রকাশ করবে বোর্ড। বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।

WBJEE-এর ফলাফল জানতে
wbjeeb.nic.in এবং wbresults.nic.in -এই দুই ওয়েবসাইটে লগ-ইন করতে হবে। হোমপেজে ‘লগ ইন’ অপশন থাকবে। সেখানে ক্লিক করে পরীক্ষার্থীর সংশ্লিষ্ট নথি বা ক্রেডেন্সিয়াল সাবমিট করলেই দেখা যাবে র‍্যাঙ্ক কার্ড। ডাউনলোড করা যাবে রেজাল্ট।
চলতি বছরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ২ হাজার। ২০০ নম্বরের অফলাইন পরীক্ষা নেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার বিভাগে।
পরীক্ষার ঠিক ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড। সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়।