Sunday, August 24, 2025

সাধারণ বিমা ও স্বাস্থ্যবিমায় প্রিমিয়াম বেড়েছে ২৪ শতাংশ, বলছে রিপোর্ট

Date:

গত বছর বাদল অধিবেশনে সাধারণ বিমা ক্ষেত্রে(Insurence sector) বেসরকারিকরণের রাস্তা রাস্তা পরিস্কার করতে বিল পাশ করে সরকার। এবার এই মোদি সরকারের দৌলতে বিমা ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ আরও উর্ধ্বমুখী হল। সাম্প্রতিক রিপোর্ট বলছে, জীবন বিমা(Life Insurence) ছাড়া অন্যান্য বিমা ক্ষেত্র ও স্বাস্থ্যবিমায়(Helth Insurence) পরিষেবার খরচ বেড়েছে অনেকটাই।

বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই-এর তরফে জানানো হয়েছে, জীবনবিমা ছাড়া অন্যান্য বিমা ক্ষেত্রে খরচ প্রায় ২৪ শতাংশ বেড়েছে। চলতি বছরের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী, বর্ধিত প্রিমিয়ামের কারণে বিমা সংস্থাগুলির সংগ্রহের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই বেড়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের মে মাসে প্রিমিয়াম বাবদ সংগ্রহের অঙ্ক ছিল যেখানে ছিল প্রায় ১২,৪২৪ কোটি টাকা। সেটাই ২০২২ সালে দাঁড়িয়েছে ১৫,৪০৪ কোটি টাকারও বেশি।

আইআরডিএআই-এর রিপোর্ট অনুযায়ী, ২৫টি সাধারণ বিমা সং‌স্থা চলতি বছরের মে মাসে প্রায় ১৩,৫৬৬ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২১ সালের মে মাসে যা ছিল ১০,৯৫৪ কোটি টাকা। অন্য দিকে চলতি মে মাসে পাঁচটি বেসরকারি স্বাস্থ্যবিমা সংস্থা সংগৃহীত প্রিমিয়াম প্রায় ১,৭০৯ কোটি টাকা। গত বছর মে মাসে যা ১,৩৮২ কোটি ছিল। দু’টি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এ বছরে মে মাসে ১২৯ কোটি টাকারও বেশি প্রিমিয়াম পেয়েছে। গত মে-তে যা ছিল ৮৭ কোটি।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version