Tuesday, August 26, 2025

নাম প্রস্তাবের জন্য “দিদির কাছে কৃতজ্ঞ”, তবে রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন না ফারুক

Date:

সর্বসম্মতিক্রমে প্রথম পছন্দ ছিলেন শরদ পাওয়ার(Sharad Pawar)। তবে রাষ্ট্রপতি নির্বাচনে(Presidencial election) লড়তে রাজি হননি এনসিপি প্রধান। এই পরিস্থিতিতে দিল্লিতে মমতা বন্দোপাধ্যায়ের(Mamata Banerjee) ডাকা বিরোধী বৈঠকে দুটি নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল নেত্রী(TMC)। একজন গোপাল কৃষ্ণ গান্ধী(G K Gandhi) ও দ্বিতীয়জন ফারুক আবদুল্লা(Farooq Abdullha)। তবে এই দুই নামের মধ্যে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা জানিয়ে দিলেন, এই নির্বাচনে প্রার্থী হতে চান না তিনি।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর নাম প্রস্তাব করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ফারুক আবদুল্লা বলেন, “ভারতের রাষ্ট্রপতি পদে বিরোধীদের নির্বাচিত প্রার্থী হিসেবে আমার নাম আমি প্রত্যাহার করে নিলাম। আমি মনে করি জম্মু ও কাশ্মীর একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমি এই অনিশ্চিত সময়কে অতিক্রম করে যাওয়ার দিকেই আমার চেষ্টা জারি রাখব।” পাশাপাশি তিনি আরও বলেন, “এখনও সক্রিয় রাজনীতিতে আমার অনেক কিছু করার আছে। এবং জম্মু ও কাশ্মীর ও দেশের হয়ে সদর্থক ভূমিকা পালন করতে আগ্রহী। মমতাদিদি আমার নাম প্রস্তাব করেছেন, এতে আমি কৃতজ্ঞ। এছাড়াও আরও যে সব সিনিয়র নেতারা আমার নাম প্রস্তাব করেছেন তাঁদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ১৫ জুন থেকে। ২৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ১৮ জুলাই নির্বাচন। আর এই নির্বাচনে ফারুক নিজের অনিচ্ছার কথা জানিয়ে দেওয়ার পর বিরোধীদের তরফে প্রার্থী হিসেবে আপাতত একটি নামই ঘুরছে তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধী। অন্যদিকে শাসকদলের তরফে এখনও কোনও নাম প্রকাশ্যে না আনা হলেও জল্পনা তেলেঙ্গানার রাজ্যপাল তামিলি সুন্দরারাজনকে প্রার্থী করতে পারে বিজেপি।


Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version