Tuesday, December 16, 2025

‘এক ডাকে অভিষেক’-এ সরাসরি অভিযোগ-সমস্যা জানান, প্রয়োজনে নাম গোপন: বার্তা অভিষেকের

Date:

‘দিদিকে বলো’-র ধাঁচে ডায়মন্ড হারবার লোকসভা অঞ্চলের জন্য চালু হল ‘এক ডাকে অভিষেক’ (Ek Dak E Abhishek) কর্মসূচি। শনিবার, পৈলানে অনুষ্ঠানের মঞ্চ থেকে এই কর্মসূচির সূচনা করে তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, এখন থেকে তাঁর সংসদীয় এলাকায় মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগ সূত্র স্থাপিত হল। এবার থেকে আর কোনও দেওয়াল থাকবে না। যে কোনও সমস্যা বা অভিযোগ সরাসরির জানানো যাবে তৃণমূল সাংসদকে। তিনি বলেন, যদি কোনও অভিযোগ জানাতে গিয়ে মনে হয়, নাম প্রকাশ হলে সমস্যা হবে। তাহলে তাঁর নাম গোপন রাখা হবে। সংগঠনের প্রতি স্থানীয়দের আস্থা বজায় রাখতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

করোনা হোক বা আমফান, ইয়াস- ডায়মন্ড হারবারের বাসিন্দাদের সাহায্যে এগিয়ে গিয়েছেন অভিষেক। করোনা (Corona) নিয়ন্ত্রণে লোকসভা কেন্দ্রে তাঁর পদক্ষেপ রীতিমতো দৃষ্টান্ত হয়ে ওঠে। সেই কথা স্মরণ করে অভিষেক বলেন, একদিনে ৫০হাজার টেস্ট ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছাড়া সারাদেশে আর কোথাও হয়নি। অভিষেকের উদ্যোগে প্রথমবার লকডাউনের সময় রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে পিছিয়ে পড়া স্থানীয় বাসিন্দাদের দরজায়। এবার অভিনব কর্মসূচি গ্রহণ করছেন তিনি। ‘এক ডাকে অভিষেক’– এই (Ek Dak E Abhishek) প্রকল্পে চালু করা হল। হেল্পলাইন নম্বর (Helpline Number)। হেল্পলাইন নম্বরটি হল : 7887778877

আরও পড়ুন: নিঃশব্দ বিপ্লব: ৮ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

অভিষেক জানান, যেই ফোন রিসিভ করুন না কেন, তিনি রোজ সেই ফোনের রেকর্ডিং শুনে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। মাসে বা ২মাসে একবার করে গিয়ে তাঁর সংসদীয় এলাকার বিধানসভা কেন্দ্রগুলির বিধায়কদের সঙ্গে বসে সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন। গুরুত্ব দিয়ে দেখা হবে অভিযোগ।

 

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version