Thursday, December 4, 2025

ফের বিজেপির অন্দরে ক্ষোভ, অনুগামীদের ‘চুপচাপ বসে’ যাওয়ার নির্দেশ দুধকুমারের!

Date:

Share post:

একে একে পাপড়ি খসে পড়ছে পদ্ম শিবিরের। সঙ্গে রয়েছে গোষ্ঠী কোন্দল। এইসব সামলাতে যখন হিমশিম খাচ্ছে বিজেপির (BJP) রাজ্য নেতৃত্ব তখন আবার বেসুরো বীরভূমের (Birbhum) বিজেপির নেতা দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mandal)। তাঁর সঙ্গে আলোচনা না করেই ব্লক কমিটি গঠন হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ দুধকুমার অনুগামীদের ‘চুপচাপ বসে’ যাওয়ার নির্দেশ দিলেন।

দুধকুমার মণ্ডল বিজেপির দীর্ঘদিনের নেতা। বিজেপির সংগঠন যখন প্রায় ছিলই না তখন পঞ্চায়েতে জিতে ছিলেন তিনি। দুধকুমারের অভিযোগ, তাঁকে না জানিয়েই জেলা থেকে ব্লক কমিটি তৈরি করা হয়েছে। সেই ক্ষোভের কথা জানিয়ে দুধকুমার ফেসবুকে লেখেন, “জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যাঁরা ভালবাসেন তাঁরা চুপচাপ বসে যান।“ দুধকুমারের ক্ষোভকে আবার সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। এনিয়ে রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। দুই মিলিয়েই অস্বস্তিতে বিজেপি।

আরও পড়ুন- মোদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুবকদের ‘অগ্নিপথের’ দিকে ঠেলে দিচ্ছে: বিস্ফোরক রাহুল

সম্প্রতি কলকাতায় দুদিনের সফরে আসেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তাঁর উপস্থিতিতে হওয়া কার্যকারিণী সমিতির বৈঠকে আমন্ত্রণ পেয়েও যাননি দুধকুমার। ক্ষোভের কথা কি রাজ্য নেতাদের জানিয়েছেন বিজেপি নেতা? পাল্টা তিনি বলেন, কাকে বলব? পুরনোরা কেউই সম্মান পাচ্ছেন না। অর্থাৎ আদি-নব্যের দ্বন্দ্ব জর্জরিত বিজেপি। তৎকাল বিজেপি-র দাপটে দলে কোণঠাসা আদিরা। দুধকুমারের ঘটনা ফের সেটা প্রমাণ করল। দুধকুমারের ঘটনায় তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যে দলে রাজ্য নেতৃত্বকে সেই দলের নেতারাই মানেন না, তাদের উপর বাংলার মানুষ আস্থা রাখবে কী করে!

 

spot_img

Related articles

বাংলাদেশে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.১

বৃহস্পতিবার সকালে কেঁপে উঠলো বাংলাদেশে (Bangladesh earthquake)। উৎপত্তিস্থল ঢাকার অদূরে অবস্থিত নরসিংদী জেলা (Narsinghdi district) । রিখটার স্কেলে...

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে...

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয়...

বিজেপি উস্কানিতে বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

বাংলার বুকে বাবরি মসজিদের নামে ধর্মীয় সুড়সুড়ানি কেন? মন্দির-মসজিদ বা যেকোনও ধর্মস্থান হতেই পারে, তা বলে বিতর্কিত বাবরি...