Wednesday, August 27, 2025

নতুন সংসদ ভবনে হবে চলতি বছরের শীতকালীন অধিবেশন, জানালেন লোকসভার স্পিকার

Date:

নতুন সংসদ ভবনে (New Parliament Building) হবে চলতি বছরের শীতকালীন অধিবেশন (Winter Session)। জানিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। শনিবার তিনি জানিয়েছেন, এই বছর সংসদের শীতকালীন অধিবেশন নতুন ভবনে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেছেন, এই নতুন ভবনটিতে উন্নত মানের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। পরিবেশগত দিক দিয়েও এই ভবনটি খুব ভাল রয়েছে বলে জানিয়েছেন ওম বিড়লা। এই নতুন সংসদ ভবনের লোকসভা চেম্বারে এক সঙ্গে ৮৮৮ জন সদস্য বসতে পারবেন। উভয় কক্ষের যৌথ অধিবেশনে ১২৭২ জন সদস্য বসতে পারবেন। রাজ্যসভার চেম্বারে ৩৮৪ জন সদস্যের বসার ব্যবস্থা আছে।

নতুন সংসদ ভবনের (New Parliament Building) পরিকাঠামো নিয়ে বিশদে বিবরণ দিতে গিয়ে বিড়লা জানিয়েছেন, নতুন ভবনটি এমপিদের জন্য প্রযুক্তিবান্ধব করা হচ্ছে। সদস্যদের ডেস্কগুলি একটি মাল্টিমিডিয়া স্ক্রিন দিয়ে সজ্জিত থাকবে যার মাধ্যমে তাঁরা হাউসে ভোট দিতে পারবেন পাশাপাশি হাউসে কথা বলার সুযোগের জন্য অনুরোধ জানাতে সক্ষম হবে। তাঁরা এই স্ক্রিনে উপলব্ধ টাচ স্ক্রিনের মাধ্যমে এমপি পোর্টাল অ্যাক্সেস করতে সক্ষম হবেন। এটি ছাড়াও,তাঁরা তাদের ব্যক্তিগত ফোল্ডারে আগে আপলোড করা নথিগুলির অ্যাক্সেস পাবেন সহজেই।

স্পিকার আরও জানান, শীঘ্রই সংসদের লাইব্রেরির এক্সেস মোবাইল ডিভাইসে পাওয়া যাবে। সংসদের লাইব্রেরিকে ডিজিটালাইজ করা হচ্ছে এবং প্রথমবারের মতো দেশের জনগণকে সংসদ লাইব্রেরির সম্পদ অনলাইনে ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এছাড়া সংসদের গ্রন্থাগারে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ থাকবে। লাইব্রেরিতে রাজনীতি, কলা, বিজ্ঞান, মহাকাশ এবং সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে লক্ষাধিক বই রয়েছে। আধুনিক ভারতের বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং মহান নেতাদের উপর হাজার হাজার বই, জীবনী এবং আত্মজীবনীও পাওয়া যাবে এই গ্রন্থাগারে।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version