Monday, August 25, 2025

অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই প্রকাশিত হল অগ্নিপথে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি

Date:

অগ্নিপথকে(agnipath) কেন্দ্র করে বিক্ষোভের আগুন জ্বলছে গোটা দেশে। এহেন অবস্থার মাঝেই সোমবার অগ্নিপথ প্রকল্পে ভারতীয় সেনায়(Indian Army) নিয়োগের প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। শুধু তাই নয়, আগামী ২১ জুন ভারতীয় নৌসেনা ও আগামী ২৪ জুন ভারতীয় বায়ুসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভারতীয় সেনার ৩ বাহিনী মিলিয়ে মোট ৪৬ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে। পরের ৪-৫ বছরে এই সংখ্যা বাড়িয়ে করা হবে ৫০ থেকে ৬০ হাজার। ধীরে ধীরে তা নিয়ে যাওয়া হবে ৯০ হাজার থেকে ১ লক্ষে। কেন্দ্রের এই প্রকল্প অনুযায়ী, ১৭.৫ থেকে ২৩ বছর বয়সী পুরুষ এবং মহিলাদের নিয়োগ করা হবে এই প্রকল্পে। ৪ বছর পরে এই অগ্নিবীররা নিয়মিত ক্যাডারের জন্য স্বেচ্ছায় আবেদন করতে পারবেন। যোগ্যতা এবং বাহিনীর প্রয়োজনীয়তার ভিত্তিতে, সেই ব্যাচ থেকে ২৫ শতাংশ পর্যন্ত প্রার্থীকে নির্বাচন করা হবে।

কেন্দ্রের তরফে নিয়োগে যোগ্যতার যে মাপকাঠি দেওয়া হয়েছে তা হল, স্বীকৃত কারিগরি কলেজ যেমন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক-এর মাধ্যমে ক্যাম্পাস ইন্টারভিউয়ের পরে স্থল, নৌ এবং বিমান বাহিনীর মধ্যে একটিতে সেন্ট্রালাইজড অনলাইন সিস্টেমের মাধ্যমে নাম নথিভুক্ত করা হবে। এরপর একটি ‘অল ইন্ডিয়া অল ক্লাস’ হবে। আবেদনকারীর বয়স হতে হবে বয়সসীমা ১৭.৫ থেকে ২৩ বছরের মধ্যে। অগ্নিবীররা তাদের নির্দিষ্ট বিভাগে তালিকাভুক্তির পরে হবে শারীরিক পরীক্ষা। জেনারেল ডিউটি (জিডি) সৈনিক হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ হতে হবে।

সেনাবাহিনীতে যোগদানের পর অগ্নিবীরদের বেতন হবে বছরে ৪.৭৬ লক্ষ টাকা। চতুর্থ বছরে তা বেড়ে হবে ৬.৯২ লক্ষ টাকা। রিলিজের পরে তারা সেবা নিধি প্যাকেজে সুদ সহ প্রায় ১১.৭১ লক্ষ টাকা (ট্যাক্স মুক্ত) পাবে। এছাড়াও একটি ৪৮ লক্ষ টাকা নন-কন্ট্রিবিউটরি বিমা কভার রয়েছে৷ কর্মীরা অগ্নিবীর দক্ষতা শংসাপত্র পেলে তা তাদের পরবর্তী কর্মসংস্থান খুঁজে পেতে সহায়তা করবে।


Related articles

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...
Exit mobile version