Sunday, August 24, 2025

বরফ গলে যাচ্ছে মাউন্ট এভারেস্টের । ক্রমশই পাতলা হয়ে যাচ্ছে হিমবাহের আস্তরণ। শৃঙ্গের গা বেয়ে অঝোরে জল নেমে আসছে । আর এর একমাত্র কারণ হল বিশ্ব উষ্ণায়ন । বিশ্ব উষ্ণায়ন ও দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের বরফ গলিয়ে দিচ্ছে। তার জেরে এভারেস্ট পর্বতের বেস ক্যাম্প সরিয়ে নিচ্ছে নেপাল । এই মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে নেপালের বেস ক্যাম্পটি ছিল। সেটিকে ২০০ থেকে ৪০০ মিটার নীচে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল তারানাথ অধিকারী জানিয়েছেন এভারেস্ট পর্বতের খুম্বু হিমবাহের বরফ গলতে শুরু করেছে । তাই দ্রুত বেস ক্যাম্পের স্থানবদলের প্রস্তুতি শুরু করছি আমরা। শীঘ্রই এ নিয়ে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা শুরু হবে। সকলের পরামর্শ নিয়ে শুরু হবে কাজ।’ তাঁর মতে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে মানুষকে।

যদিও বেস ক্যাম্প সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, তা এখনো ঠিক হয়নি। তবে খিমলাল গৌতম হিমবাহে বেস ক্যাম্প নামিয়ে আনার সুপারিশ জমা পড়েছে সরকারের কাছে। ইদানীং কালে পর্বতারোহীর সংখ্যা বেড়ে যাওয়ায়, রান্নায় তাঁদের ব্যবহৃত কেরোসিন, গ্যাসের ব্যবহারেও বরফ গলছে বলে অভিযোগ উঠছে। নেপালের এভারেস্ট বেসক্যাম্পের ম্যানেজার তথা দূষণ নিয়ন্ত্রক কমিটির সদস্য শেরিং তেনজিং শেরপা জানিয়েছেন, বেস ক্যাম্পে দিনে ৪ হাজার লিটার মূত্রত্যাগের রিপোর্ট পেয়েছেন তাঁরা। এ সবের জেরেই সাম্প্রতিক কালে হিমবাহে ধস নামছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version