অভিষেকের পাশে দাঁড়িয়ে সুরমার সভা থেকে জুমলাবাজ বিজেপিকে তুলোধনা তৃণমূল প্রার্থী অর্জুনের

তৃণমূলের তরুণ প্রার্থী অর্জুন নমশূদ্র অভিষেকের উপস্থিতিতেই ঝাঁঝালো বক্তব্য রাখেন

ত্রিপুরা উপনির্বাচনে সোমবার সুরমায় প্রচারে গিয়ে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য শোনার জন্য শান্তির বাজার এলাকায় কার্যত জনজোয়ার। শুধু তৃণমূল কর্মী-সমর্থকরাই নয়, বিধানসভা এলাকার দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন সভাস্থলে। মহিলাদের জমায়েত ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- রাষ্ট্রপতি পদপ্রার্থী কে? ঠিক করতে মঙ্গলবার বিজেপি বিরোধী দলের বৈঠকে যোগ দিচ্ছেন অভিষেক

এই কেন্দ্রে তৃণমূলের তরুণ প্রার্থী অর্জুন নমশূদ্র অভিষেকের উপস্থিতিতেই ঝাঁঝালো বক্তব্য রাখেন। বিজেপি নেতাদের একহাত নিয়ে অর্জুন বলেন, “২০১৮ সালে বিধানসভা ভোটের সময় ত্রিপুরায় এসে বড় বড় ভাষণ দিয়েছিলেন বিজেপি নেতা সুনীল দেওধর। কিন্তু সরকার গঠনের পর কোনও প্রতিশ্রুতি রাখেননি। তারপর থেকে নিজেও কোনওদিন ত্রিপুরার দিকে ফিরে তাকাননি।”

অর্জুনের আরও অভিযোগ, সুনীল দেওধর এসে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য , কর্মসংস্থান নিয়ে বড় বড় কথা অনেক বড় বড় কথা বলেছেন। কিন্তু বাস্তবে রাস্তাঘাট কিছুই হয়নি। চার বছর কেটে গেল। কেন সুরমা পিছিয়ে থাকবে? আমরা শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত। আমাদের কী দোষ? আমরা কি মানুষ নয়? এখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাস্তায় মারা যায় মানুষ চিকিৎসার অভাবে।”

সুরমার তৃণমূল প্রার্থী কটাক্ষের সুরে বলেন, বিজেপি এই কেন্দ্র থেকে একজন প্রার্থীও খুঁজে পায়নি। বাইরে থেকে প্রার্থী করেছে। তাই বহিরাগত প্রার্থীকে মানুষ যেন ভোট না দেন সেই আর্জি জানান অর্জুন।