Wednesday, August 27, 2025

অবশেষে মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তিপত্রের খসড়া পাঠিয়ে দিল ইমামি গ্রুপ। তবে চুক্তিজট হয়তো এখনই কাটছে না। আপাতত ইস্টবেঙ্গলের কোর্টেই বল। ইমামি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য আগরওয়াল মঙ্গলবার ফোনে বলেন, ‘‘আমরা এদিন বিকেলেই চুক্তিপত্রের খসড়া ইস্টবেঙ্গলকে পাঠিয়ে দিয়েছি। আশা করছি খুব দ্রুত চুক্তির প্রক্রিয়া মিটে যাবে।’’

এদিকে মঙ্গলবার বিকেলেই চুক্তিজট নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে ছিল কর্মসমিতির বৈঠক। সেখানে ঠিক হয়, ইমামি গ্রুপের দুই কর্তা আদিত্য আগরওয়াল এবং মণীশ গোয়েঙ্কাকে চিঠি দিয়ে আবেদন করা হবে, চুক্তির প্রক্রিয়া নিয়ে যেমন চলছে চলুক, পাশাপাশি সমান্তরালভাবে চলুক দলগঠনের প্রক্রিয়াও। সদস্যরা মিটিংয়ে বলেন, চুক্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলগঠন আটকে থাকলে সমস্যায় পড়বে ক্লাব। গত দুই তিন বছরের মতো আবার আমাদের লক্ষ্য অপূর্ণ থেকে যাবে এবং সমর্থকদের হতাশা ছাড়া কিছুই জুটবে না।

ইমামির ভূমিকা অনেকটা এটিকের মতো হবে। মোহনবাগানের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সংযুক্তীকরণ ঠিক যেভাবে হয়েছে সে রকম হতে পারে। অথবা কোয়েস কর্পোরেশনের মতো ভূমিকা হবে। তবে চুক্তির শর্ত নিয়ে মতান্তর আছে। সূত্রের খবর, ইমামি ৮০ শতাংশ শেয়ার চেয়েছে। এখানে আপত্তি থাকতে পারে ক্লাবের। ডিরেক্টর বোর্ডে দুই পক্ষের কতজন থাকবেন, তাও আলোচ্য বিষয়। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘চুক্তির খসড়া আমরা এখনও দেখিনি। যথাসময় আলোচনার মাধ্যমে সব চূড়ান্ত হবে।’’ শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন ক্লাবকর্তারা। ইমামির প্রস্তাবে ক্লাব সাড়া দেবে নাকি আবার শুরু হবে দড়ি টানাটানি, তাই এখন দেখার।

আরও পড়ুন:Deepak Chahar: ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাওয়া যাবে না এই অলরাউন্ডারকে, নিজেই জানালেন সেকথা

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version