Thursday, August 21, 2025

শোকজের জবাব দিলেন পাভলভের সুপার, খতিয়ে দেখে ফের তলবের সম্ভাবনা

Date:

Share post:

চূড়ান্ত বেনিয়ম। টাকা নয়ছরের অভিযোগ। পাভলভ মানসিক হাসপাতালের (Pablav Mental Hospital) সুপার গণেশ প্রসাদকে (Ganesh Prasad) তলব করেছিল স্বাস্থ্য ভবন। মঙ্গলবার, ২ পাতার শোকজের (Show Cause) জবাব দিয়েছেন সুপার। তিনি যা জবাব দিয়েছেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্যভবন।

পাভলভ হাসপাতালের পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayanswarup Nigam)। দিন দুয়েক পর আরও একটি বৈঠক হবে। প্রয়োজনে ফের সুপারকে তলব করা হতে পারে বলে জানান স্বাস্থ্যসচিব।
দ্রুত শোকজের উত্তর না দিলে, গণেশ প্রসাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সোমবারই জানান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। আরও একবার পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ভবনের ‘Mental Health’ বিভাগের আধিকারিকরা। বিশেষ করে হাসপাতালের মহিলা ওয়ার্ডটি ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন হাসপাতালের সুপার এবং নার্সিং স্টাফদের সঙ্গে।
অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের কার্যত বন্দি করে রাখা হয়েছে। খাবারের মান নিম্ন, ছেড়া পোশাক, পর্যাপ্ত ওষুধ নেই- এইসব অভিযোগ ওঠে পাভলভ হাসপাতালের বিরুদ্ধে। ওঠে অর্থ নয়ছয়ের অভিযোগও। সুপারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ রিপোর্টে জানানো হয়, হাসপাতালের অন্ধকার এবং স্যাঁতসেঁতে ২টি মাত্র ঘরে ১৩ জন রোগীকে বন্ধ করে রাখা হয়েছিল। তাঁদের গায়ে ক্ষত। দুর্গন্ধযুক্ত খাবার খেতে দেওযা হত তাঁদের- রিপোর্টে জানায় স্বাস্থ্য দফতর। এবার সুপারের শোকজের জবাবের পরে স্বাস্থ্য দফতর কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...