Monday, August 25, 2025

ঠাকরের উপর আস্থা আছে, শীঘ্রই মিলবে সমাধানসূত্র: আশ্বস্ত করলেন পাওয়ার

Date:

Share post:

সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক আকার ধারণ করেছে মহারাষ্ট্রে(Maharastra)। দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ২৬ বিধায়ক সহ গুজরাট(Gujrat) গিয়েছেন শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ধে(Eknath Shindhe)। জানা গিয়েছে গুজরাতের সুরাতের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন ৫ জন কংগ্রেস বিধায়ক। গুরুতর এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় পারিষদীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhab Thakre)। এরই মাঝে সাংবাদিক বৈঠক করে এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar) জানিয়ে দিলেন, “এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। আমার বিশ্বাস উদ্ধবের নেতৃত্বেই সরকার চলবে। শীঘ্রই মিলবে সমাধানসূত্র।”

মঙ্গলবার দিল্লি থেকে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে শরদ পাওয়ার জানান, “একনাথ শিন্ডে কখনও বলেননি তিনি মুখ্যমন্ত্রী হতে চান। এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। তারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব। সরকারে কোনও বদল করার প্রয়োজনীয়তা দেখছি না। উদ্ধব ঠাকরের নেতৃত্বেই সরকার চলুক।” পাশাপাশি তিনি এটাও জানান, “এনিয়ে তৃতীয়বার সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। শপথগ্রহণের আগে হরিয়ানায় বিধায়কদের রাখা হয়েছিল। তাঁরা ফিরে এসে আমাদের সঙ্গেই আছেন। আড়াই বছর ধরে মসৃণভাবে সরকার চলছে। আমার বিশ্বাস উদ্ধবের নেতৃত্বেই সরকার চলবে। শীঘ্রই মিলবে সমাধানসূত্র।”

এদিকে গোটা পরিস্থিতি বিচার করে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পারিষদীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে আসছেন শরদ পাওয়ার। পাশাপাশি, বিদ্রোহী নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডেকে ইতিমধ্যেই পারিষদীয় দলনেতার পদ থেকে সরানো হয়েছে শিবসেনার তরফে। নতুন পারিষদীয় দলনেতা হতে পারেন অজয় চৌধুরী। এছাড়াও, এই পরিস্থিতি বিচার করে জোট সরকারে ভাঙনের আশঙ্কায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস। অন্যদিকে সূত্রের খবর, গুজরাটের যে হোটেলে ২৬ বিধায়ককে নিয়ে ঘাটি গেড়েছেন শিন্ডে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে তাঁদের সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার কথা রয়েছে দেবেন্দ্র ফড়ণবীশ সহ একাধিক বিজেপি নেতার।


spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...