Wednesday, August 27, 2025

ঠাকরের উপর আস্থা আছে, শীঘ্রই মিলবে সমাধানসূত্র: আশ্বস্ত করলেন পাওয়ার

Date:

সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক আকার ধারণ করেছে মহারাষ্ট্রে(Maharastra)। দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ২৬ বিধায়ক সহ গুজরাট(Gujrat) গিয়েছেন শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ধে(Eknath Shindhe)। জানা গিয়েছে গুজরাতের সুরাতের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন ৫ জন কংগ্রেস বিধায়ক। গুরুতর এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় পারিষদীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhab Thakre)। এরই মাঝে সাংবাদিক বৈঠক করে এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar) জানিয়ে দিলেন, “এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। আমার বিশ্বাস উদ্ধবের নেতৃত্বেই সরকার চলবে। শীঘ্রই মিলবে সমাধানসূত্র।”

মঙ্গলবার দিল্লি থেকে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে শরদ পাওয়ার জানান, “একনাথ শিন্ডে কখনও বলেননি তিনি মুখ্যমন্ত্রী হতে চান। এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। তারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব। সরকারে কোনও বদল করার প্রয়োজনীয়তা দেখছি না। উদ্ধব ঠাকরের নেতৃত্বেই সরকার চলুক।” পাশাপাশি তিনি এটাও জানান, “এনিয়ে তৃতীয়বার সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। শপথগ্রহণের আগে হরিয়ানায় বিধায়কদের রাখা হয়েছিল। তাঁরা ফিরে এসে আমাদের সঙ্গেই আছেন। আড়াই বছর ধরে মসৃণভাবে সরকার চলছে। আমার বিশ্বাস উদ্ধবের নেতৃত্বেই সরকার চলবে। শীঘ্রই মিলবে সমাধানসূত্র।”

এদিকে গোটা পরিস্থিতি বিচার করে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পারিষদীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে আসছেন শরদ পাওয়ার। পাশাপাশি, বিদ্রোহী নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডেকে ইতিমধ্যেই পারিষদীয় দলনেতার পদ থেকে সরানো হয়েছে শিবসেনার তরফে। নতুন পারিষদীয় দলনেতা হতে পারেন অজয় চৌধুরী। এছাড়াও, এই পরিস্থিতি বিচার করে জোট সরকারে ভাঙনের আশঙ্কায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে দায়িত্ব দিয়েছে কংগ্রেস। অন্যদিকে সূত্রের খবর, গুজরাটের যে হোটেলে ২৬ বিধায়ককে নিয়ে ঘাটি গেড়েছেন শিন্ডে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে তাঁদের সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার কথা রয়েছে দেবেন্দ্র ফড়ণবীশ সহ একাধিক বিজেপি নেতার।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version