Tuesday, August 26, 2025

বিরোধী জোটের সর্বসম্মত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা, টুইটে অভিনন্দন মমতা-অভিষেকের

Date:

বিরোধী জোটের সর্বসম্মত রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা (Yashbant Sinha)। মঙ্গলবার, দিল্লিতে এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Power) ডাকে বৈঠকে বসেন বিজেপি-বিরোধীদলের নেতৃত্ব। তৃণমূলের (TMC) পক্ষ থেকে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেলা আড়াইটে নাগাদ বৈঠক শুরু হয়। এরপর কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ (Jayram Ramesh) সাংবাদিক বৈঠক করে বলেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে একজন এমন প্রার্থীকে স্থির করা হয়েছে, যিনি মোদি সরকারের জনবিরোধী কাজে রাশ টানতে পারবেন। এদিনের বৈঠকে যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে আবেদন জানান জয়রাম রমেশ। এদিকে নাম ঘোষণার পরেই, যশবন্ত সিনহাকে টুইটে অভিনন্দন জানান তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৭ জুন মনোনয়ন পেশ করবেন যশবন্ত সিনহা।

১৮টি বিরোধীদলের বৈঠকে ছিল এনসিপি, তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, আরজেডি-সহ অন্যান্য দল। এদিনের বৈঠকে যোগ দেয় ওয়েইসির ‘মিম’-ও। ছিলেন, শরদ পাওয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, রণদীপ সিং সুরজেওয়ালা, তিরুচি শিবা, সীতারাম ইয়েচুরি, জয়রাম রমেশ, এনকে প্রেমচন্দ্রন, ডি রাজা, মনোজ ঝা, ইমতিয়াজ জলিল, রামগোপাল যাদব, সুধীর কুলকার্নি, প্রফুল্ল পটেল প্রমুখ। বিরোধী প্রার্থীকে সমর্থন জানিয়েছে AAP ও TRS- জানান শরদ পাওয়ার। এদিনের বৈঠকে যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

ঘোষণার পরেই টুইট করে যশবন্ত সিনহাকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন,
“আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সকল প্রগতিশীল বিরোধী দল সমর্থিত সর্বসম্মত প্রার্থী হওয়ার জন্য আমি যশবন্ত সিনহাকে অভিনন্দন জানাই।
তিনি সম্মানিত এবং বিজ্ঞ একজন মানুষ। তিনি অবশ্যই আমাদের মহান জাতির মূল্যবোধকে সমুন্নত রাখবেন!”

অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন,
“আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যশবন্ত সিনহাজিকে আন্তরিক অভিনন্দন।
আমার দৃঢ় বিশ্বাস, যে সমস্ত প্রগতিশীল দল আমাদের মতো জাতির জন্য একই দৃষ্টিভঙ্গি পোষণ করে, তাদের জন্য এর চেয়ে ভালো বিকল্প হতে পারে না!“

এদিন সকালেই একটি টুইটে বর্ষীয়ান রাজনীতিবিদ যশবন্ত সিনহা লেখেন, “তৃণমূলে মমতাজি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে সে পদক্ষেপটি অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।“ তাঁর এই টুইটের পরই জল্পনা শুরু হয় বিরোধীদের রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম নিয়ে। এর আগে, শরদ পাওয়ার ও গোপালকৃষ্ণ গান্ধীর নাম শোনা যায় বিরোধী জোটের প্রার্থী হিসেবে। কিন্তু তাঁরা সম্মত না হওয়ায় সিলমোহর পড়ল যশবন্তের নামেই।


Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version