Monday, November 10, 2025

ইডি দিয়ে ভয় দেখানো যাবে না: দফায় দফায় জেরার পর হুঁশিয়ারি রাহুলের

Date:

ন্যাশনাল হেরাল্ড মামলায় গত দু’সপ্তাহে মোট পাঁচবার ৫০ ঘন্টারও বেশি জেরা করা হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi)। তবুও দমে যাওয়ার পাত্র নন কংগ্রেসের(Congress) প্রাক্তন সভাপতি। উল্টে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল জানালেন, “৫বার কেন, যতবার খুশি ডাকুক। ইডি(ED) দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।”

বলা যেতে পারে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। গত পাঁচদিনে ইডি দফতরে ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। অন্যদিকে অসুস্থতার জেরে মা সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি তা সত্ত্বেও ইডির ডাকে সাড়া দিয়ে জেরার মুখোমুখি হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে তিনি যে একটুও ভেঙে পড়ার পাত্র নন তা বুঝিয়ে দিয়ে এদিন রাহুল বলেন, “৫ বার কেন, যতবার খুশি ডাকুক। কোনও এজেন্সি আমাকে ভয় দেখাতে পারে না। এমনকী যেসব ইডি আধিকারিক আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরাও বুঝে গিয়েছেন একজন কংগ্রেস নেতাকে এভাবে দমন করা যায় না।”

এদিকে রাহুলের পাশাপাশি একই মামলায় সোনিয়া গান্ধীকেও তলব করেছে ইডি। গত বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দু’দিন অতিরিক্ত সময় চেয়ে ইডির কাছে চিঠি দিয়েছেন সোনিয়া। দিন দুই বাদেই তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ঠিক আগে এদিন কংগ্রেস নেতাদের মনোবল বাড়াতে এদিন দলের সত্যাগ্রহে অংশ নেন রাহুল।


Related articles

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...
Exit mobile version