সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় (India) ক্রিকেটার রুমেলি ধর (Rumeli Dhar)। এবছর ঘরোয়া ক্রিকেটে বাংলার টি-২০ দলের অধিনায়ক ছিলেন রুমেলি। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অবসরের কথা।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রুমেলি লেখেন, “পশ্চিমবঙ্গের শ্যামনগর থেকে আমার ক্রিকেট কেরিয়ার শুরু। সেখান থেকে উঠে এসে ভারতের হয়ে খেলেছি। এবার ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পালা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গোটা যাত্রায় অনেক ওঠানামা ছিল। ভারতীয় মহিলা দলের হয়ে খেলা, ২০০৫ সালে বিশ্বকাপের ফাইনাল খেলা, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো উত্থান যেমন ছিল, তেমনই একের পর এক চোট আমার কেরিয়ারকে বাধা দিয়েছে। আমার পরিবার, বিসিসিআই, বন্ধু, যে যে রাজ্য সংস্থার হয়ে ক্রিকেট খেলেছি, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যে ক’টি ম্যাচ খেলেছি, সেগুলো থেকে শিখেছি। আমার ক্রিকেট কেরিয়ার শেষ, খেলার সঙ্গে যুক্ত থাকব। তরুণ ক্রিকেটারদের তুলে আনার চেষ্টা করব। ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।”
৩৮ বছর বয়সী রুমেলি ভারতের হয়ে ৪টি টেস্ট, ৭৮টি একদিনের ম্যাচ ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ২৩৬ রান এবং ৮টি উইকেট নিয়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রুমেলির ঝুলিতে রয়েছে ৯৬১ রান ও ৬৩টি উইকেট। আর টি-২০ ক্রিকেটে রুমেলির সংগ্রহ ১৩১ রান ও ১৩টি উইকেট।
রুমেলি শেষবার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ২০১৮ সালে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টি-২০ ম্যাচে মাঠে নামেন তিনি।
আরও পড়ুন:Ms Dhoni: দক্ষিণী সিনেমায় ধোনি, থালাপথি বিজয়ের সঙ্গে কাজ করতে চলেছেন ক্যাপ্টেন কুল :সূত্র