Saturday, August 23, 2025

যোগীর বুলডোজার রাজ: প্রধান বিচারপতিকে চিঠি ৯০ অবসরপ্রাপ্ত আমলার

Date:

উত্তরপ্রদেশে বুলডোজার অভিযান চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি দিলেন ৯০ জন অবসরপ্রাপ্ত আমলা। তালিকায় রয়েছেন দেশের প্রাক্তন আইএএস, আইপিএস এবং আইএফএস অফিসাররা। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা। চিঠিতে বলা হয়েছে, সরকারের সমালোচনা অথবা কোনও প্রতিবাদে সামিল হলেই নিষ্ঠুরভাবে তাঁদের বাড়িতে বুলডোজার চালানো একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে।

চিঠিতে প্রাক্তন আমলারা উল্লেখ করেছেন, “আইনের শাসনে যতক্ষণ পর্যন্ত না দোষ প্রমাণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। সেই ব্যবস্থাকে দুরে সরিয়ে রাখা হয়েছে। ” প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে প্রাক্তন আমলারা উল্লেখ করেছেন, “সংখ্যাগরিষ্ঠ সরকারের মধ্যে অংহকার রয়েছে। তার ওপর ভর করেই সাংবিধানিক মূল্যবোধ এবং নীতির প্রতি অসম্মান করা হচ্ছে।” বুলডোজার অভিযানের নিন্দা করে চিঠিতে বলা হয়েছে, “রাজনৈতিক স্বার্থের জন্য পুর আইন লঙ্ঘন করে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে প্রশাসন এবং পুলিশি ব্যবস্থা উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠ নিষ্ঠুরতার যন্ত্র হয়ে উঠছে।” প্রাক্তন আমলাদের আরও অভিযোগ, কোনও প্রতিবাদ, বিক্ষোভকে নিষ্ঠুরভাবে দমন করতে জাতীয় নিরাপত্তা আইন ১৯৮০ এবং উত্তরপ্রদেশ গ্যংস্টার ও সমাজবিরোধী দমন আইন লাগু করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন, “এই নীতি অনুমোদন করা হয়েছে সরকারের শীর্ষস্তর থেকে এবং যেখানে স্থানীয় আধিকারিক এবং পুলিশ ক্ষমতার অপব্যবহারের জবাব দিতে বাধ্য, সেখানে আসল দোষী সরকারের শীর্ষস্তরের রাজনৈতিক প্রতিনিধিরা। ” প্রাক্তন আমলাদের আবেদন, শীর্ষ আদালতের উচিত, এই বিষয়টিতে হস্তক্ষেপ করে সমূলে বিনাশ করা। চিঠিতে বলা হয়েছে, “যেটা আরও বেশি বিপজ্জনক, তা হল বুলডোজার বিচার। আইনি পথে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো ব্যতিক্রমের পরিবর্তে একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে”

প্রধান বিচারপতিকে লেখা চিঠিকে স্বাক্ষর রয়েছে ভারতের প্রাক্তন হাইকমিশনার দেব মুখার্জি,প্রাক্তন আইএএস অফিসার কল্যাণী চৌধুরী, অর্থমন্ত্রকের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা নীতিন দেশাই, প্রাক্তন আইএএস গৌরিশঙ্কর ঘোষ, প্রাক্তন বিদেশসচিব শিবশঙ্কর মেনন, প্রাক্তন হাইকমিশনার শিবশঙ্কর মুখার্জি, প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাই, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন, প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিং এর মতো প্রাক্তন আমলারা।

আরও পড়ুন- মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন

 

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version