Wednesday, May 7, 2025

মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন

Date:

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের সাফল্য প্রবাসী বাঙালিদের সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ১ থেকে ৩ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত হতে চলা উত্তর আমেরিকা বাঙালি সম্মেলনের মঞ্চে রাজ্য সরকারের তরফে একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে বলে তথ্য সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে। রাষ্ট্রপুঞ্জ সহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত কন্যাশ্রীর পাশাপাশি রাজ্য সরকারের স্কচ পুরস্কার প্রাপ্ত বিভিন্ন প্রকল্পকে সেখানে তুলে ধরা হবে। বাংলার দুর্গাপুজোর ইউনেস্কো-র স্বীকৃতি সেই সাফল্যও তুলে ধরা হবে এই সম্মেলনে। প্রবাসী বাঙালিদের সামনে রাজ্যের সাফল্য তুলে ধরতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগেই এই আয়োজন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এই প্রদর্শনীতে সত্যজিৎ রায়ের বানানো কিছু সিনেমাও দেখানো হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে আরও বেশ কিছু পুরনো সিনেমা যার প্রিন্ট নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলির ডিজিটাল প্রিন্টের ব্যবস্থা করে এই প্রদর্শনীতে তুলে ধরা হবে। শিল্প ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরতে তাজপুর বন্দর, সিলিকন ভ্যালির মত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিরও প্রদর্শন করা হবে। যার ফলে রাজ্যের পর্যটন মানচিত্রে আরও লগ্নির সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ আগস্ট রাজ্যে চালু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল কন্যাশ্রী। এই প্রকল্প চালু হওয়ার পর রাজ্যে স্কুলছুট, নাবালিকা বিবাহের সংখ্যা যেমন কমেছে, তেমন কমেছে নারী পাচারও। কন্যাশ্রী প্রকল্পে সাফল্যের জন্য ২০১৭ সালে ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পান মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’য়েও সেরা নির্বাচিত হয়েছিল রাজ্যের এই প্রকল্প। মিলেছিল মন্থন পুরস্কারও।

আরও পড়ুন- Earthquake:  আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল 

 

 

Related articles

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায়...

১ মহিলা নেত্রীসহ ১৫ মাওবাদী নিধন, ছত্তিশগড়ে সাফল্য যৌথবাহিনীর

দেশের ভিতরে ও বাইরে বিচ্ছিন্নতাবাদী শক্তি নিধনে বুধবার বড় সাফল্য ভারতীয় সেনার। একদিকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে...

ধরমশালায় পৌঁছনো নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট

আগামী ১১ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। কিন্তু অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর খানিকটা হলেও চিন্তায় মুম্বই...

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...
Exit mobile version