বন্যা বিধ্বস্ত আসাম, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০

বন্যা বিধ্বস্ত আসাম। বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বের এই রাজ্যে মৃতের সংখ্যা আরও বেড়েছে। এদিন চার শিশু সহ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০।


আরও পড়ুন:ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের পাশে ভারত, আশ্বাস মোদির


প্রশাসন সূত্রের খবর, হোজাই জেলায় চার জনের মৃত্যু হয়েছে। কামরূপে মৃত্যু হয়েছে দু’জনের। বরপেটা, নলবাড়িতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫৪.৭ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ৩২টি জেলার চার হাজার ৯৪১টি গ্রাম বিধ্বস্ত।


বন্যা পরিস্থিতির জেরে ৯৯ হাজার ২৬ হেক্টরেরও বেশি ফসলের ক্ষতি হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে কপিলি, বক্ষপুত্র নদের জল। পাঁচশোরও বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। ২.৭১ লাখেরও বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।


Previous articleভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের পাশে ভারত, আশ্বাস মোদির
Next articleত্রিপুরা উপনির্বাচন: বিকল EVM, ছুরিকাহত পুলিশকর্মী, রাষ্ট্রপতি শাসনের দাবি তৃণমূল প্রার্থীর