Tuesday, August 26, 2025

Mahesh: সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা, জানাল জগন্নাথদেব ট্রাস্টি বোর্ড

Date:

সুমন করাতি, হুগলি

রথযাত্রা (Rathayatra) মানেই বাঙালির উৎসবের সূচনা। অসংখ্য মানুষের ভিড় আর ধুমধাম করে রথের দড়ি টানা, এ যেন ভীষণ চেনা দৃশ্য। কিন্তু গত দু’বছরে বদলে গেছে সবটাই। করোনার দাপটে রথযাত্রা পালিত হয়নি হুগলি (Hooghly) জেলার শ্রীরামপুরের মাহেশে। কিন্তু এবার ঐতিহ্যবাহী মাহেশের (Mahesh) রথযাত্রা পুনরায় ফিরতে চলেছে স্বমহিমায়। বৃহস্পতিবার মাহেশ জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের (Jagannath Deb trusty board) পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করা হয়।

প্রায় ৬২৬ বছরের ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শ্রীরামপুরে (Srirampore)। কোনভাবেই যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু গত দুবছর রথ নামেনি পথে, তাই এ বছর ব্যাপক জনসমাগমের আশা করাচ্ছে। আনন্দের এই রথযাত্রা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানান হয়েছে। আজকের  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার (Srirampore Municipality) পৌরপ্রধান গিরিধারী সাহা (Giridhari Saha) , মাহেশ জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের প্রধান সেবাইত সৌমেন অধিকারী , সম্পাদক  পিয়াল অধিকারী এবং সভাপতি অসীম পন্ডিত । তাঁরা জানান কিছুদিন আগে পানিহাটি দন্ড উৎসবে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, সেই কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। অন্যদিকে আজ চন্দননগর পুলিশ কমিশনারেট-এর এসিপি শুভতোষ সরকার এবং  শ্রীরামপুর থানার(Srirampore police station)  আইসি দিব্যেন্দু দাসের নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মন্দির সংলগ্ন এলাকা, মেলা প্রাঙ্গণ এবং রথ পরিদর্শন করেন ।

এ বছর মাহেশের রথযাত্রা উপলক্ষে মন্দিরে প্রবেশ এবং প্রস্থানের গেটে ব্যারিকেড করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে মেলা প্রাঙ্গণেও থাকছে এই একই ব্যবস্থা। এছাড়াও বিশাল পুলিশবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী মোতায়েন থাকবে,  যাতে ঐতিহাসিক রথযাত্রা নির্বিঘ্ন সম্পন্ন হয় ।



Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version