দুর্ঘটনার কবলে পড়লেন আমূল কর্তা। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড(GCMMF) ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধির গাড়ি বুধবার রাতে দুর্ঘটনায় পড়ে।জানা গিয়েছে, গুজরাটের আনন্দ-বাকরোল রোডে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। স্থানীয় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
আরও পড়ুন- ATK Mohunbagan: দু’বছরের চুক্তিতে বাগানে সই করলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) বি ডি জাদেজা জানিয়েছেন, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তবে কী কারণে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তা জানা যায়নি। চালক সহ আহত হন আমূল কর্তা সোধি। তবে এখন তাঁরা বিপদমুক্ত বলেই জানিয়েছেন তিনি।