Saturday, August 23, 2025

পুরনো ঘোড়া কেনাবেচার অঙ্কে এবার মহারাষ্ট্রে (Maharastra) সরকার ফেলতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি(BJP)। শিবসেনার(Shiv Sena) ৪০-এর বেশি বিধায়ককে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে অসমে (Assam)। অন্যদিকে সরকার বাঁচাতে মরিয়া শিবসেনা-এনসিপি-কংগ্রেস। এহেন পরিস্থিতিতে গতকাল রাতেই সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে পৈত্রিক বাসভবন ‘মাতোশ্রী’তে চলে গিয়েছিলেন উদ্ধব ঠাকরে। তারপর বৃহস্পতিবার সকাল থেকে চলল একের পর এক নাটক।

* সরকার পতনের সম্ভাবনা জোরালো হওয়ার পর খবর আসে জোট শরিক এনসিপি-র সঙ্গে শিবসেনার সংঘাত শুরু হয়েছে। এনসিপি-র দাবি, উদ্ধব সরকারের সঙ্কটের নেপথ্যে রয়েছে শিবসেনার অন্তর্দ্বন্দ্ব। শিবসেনার শীর্ষ নেতৃত্বের একাংশ বিদ্রোহীদের ইন্ধন জোগাচ্ছে।
* ১১ টা এনসিপি-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন উদ্ধব ঠাকরে।
* গুয়াহাটিতে শিবসেনার বিধায়কদের যে হোটেলে রাখা হয়েছে তার সামনে বিক্ষোভ তৃণমূল নেতৃত্বের।
* শিণ্ডে শিবিরের দাবি, তাদের সঙ্গে ৪৮ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে।
* মহারাষ্ট্রের জোট থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত শিব সেনার।
* সঞ্জয় রাউতের হুঁশিয়ারি ২৪ ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে এবং ঠাকরের সামনে দাঁড়িয়ে নিজেদের বক্তব্য রাখতে হবে।
* চরম টানা পোড়েনের মাঝে নিরাপত্তা বাড়ানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশের
* উদ্ধব ঠাকরেকে শর্ত একনাথ শিণ্ডের। জোট ছেড়ে আগে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ুন উদ্ধব ঠাকরে। উদ্ধবের কথায় কোনও ভরসা নেই, আগে ইস্তফা দিন।
* ঠাকরের পাশে থাকার বার্তা মমতার। রাষ্ট্রপতি নির্বাচনের জেতার ক্ষমতা নেই তাই অনৈতিকভাবে সরকার ফেলার উদ্যোগ
* ‘হাউসে ভোটাভুটি হলেই দেখা যাবে কার পাশে কতজন বিধায়ক’, সাংবাদিক বৈঠক করে পাল্টা চ্যালেঞ্জ উদ্ধব শিবিরের। ‘শিণ্ডে শিবিরেও আমাদের লোক আছে,’ দাবি সঞ্জয় রাউতের।
* শিণ্ডের বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ দুই শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখ ও কৈলাস পাতিলের
* ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন একনাথের। দাবি তাঁদের পক্ষে রয়েছে ৪৯ বিধায়ক
* বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে চিঠি দিতে পারেন শিণ্ডে। দলত্যাগবিরোধী আইনের আওতা এড়াতে ৩৭ বিধায়কের সমর্থন প্রয়োজন
* অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ
* শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব, এনসিপির বৈঠকে বার্তা পাওয়ারের।
* ‘এখনও আলোচনার দরজা খোলা আছে, ঠিক করুন কী করবেন। আত্মসম্মান নিয়ে বাঁচবেন, নাকি দাসত্ব করবেন।’, বিদ্রোহীদের বার্তা শিবসেনার
* উদ্ধবের ডাকা বৈঠকে মাতোশ্রীতে হাজির শিবসেনার মাত্র ১৩ বিধায়ক



Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version