Thursday, December 25, 2025

ত্রিপুরা উপনির্বাচন: বিকল EVM, ছুরিকাহত পুলিশকর্মী, রাষ্ট্রপতি শাসনের দাবি তৃণমূল প্রার্থীর

Date:

Share post:

উপনির্বাচনকে কেন্দ্র করে এমন লাগামছাড়া সন্ত্রাস ত্রিপুরা কেন, ভূ-ভারতে আগে কেউ দেখেছে বলে মনে করা যাচ্ছে না। উপনির্বাচনে প্রথম ৩ ঘন্টাতেই অতীতের সমস্ত সন্ত্রাসের রেকর্ড ভেঙে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। নির্বিকার নির্বাচন কমিশন। নিরাপত্তারক্ষীদের সামনেই মারধর, হুমকি দিচ্ছে বিজেপির বাইক বাহিনী।



আরও পড়ুন: ত্রিপুরায় উপনির্বাচনের নামে প্রহসন, খোদ মুখ্যমন্ত্রীর বুথে আক্রান্ত ভোটার-সাংবাদিক

নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য সকাল সকাল মহিলা থেকে পুরুষ, নতুন প্রজন্মের ভোটার কিংবা বয়স্ক অসুস্থ মানুষরাও ভোটের লাইনে দাড়িয়েছেন। কিন্তু চার কেন্দ্রেই গেরুয়া বাহিনীর ব্যাপক সন্ত্রাস। মানুষ নিজের ভোট নিজে দিতে পাচ্ছেন না।



৬, আগরতলা কেন্দ্রে একের পর এক EVM বিকল। দীর্ঘ অপেক্ষার পর হতাশ হয়ে বাড়ি ফিরেছেন অনেক ভোটার। আবার সন্ত্রাস উপেক্ষা করে যাঁরা বুথমুখী হয়েছেন রাস্তাতেই আক্রান্ত হতে হয়েছে তাঁদের। বাদ যাননি এক পুলিশকর্মীও। দুষ্কৃতীরা তাঁর উপর ছুরি নিয়ে হামলা করে। জখন পুলিশ কর্মী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মহিলারদের উপরই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।



৬, আগরতলার তৃণমূল প্রার্থী পান্না দেবকে বুথে ঢুকতে বাধা দেন বিজেপির গুন্ডারা। সুরমা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন। সন্ত্রাসের ছবি তুলে ধরে তাঁর দাবি, “ত্রিপুরার মানুষকে বাঁচাতে হলে। গণতন্ত্র ফেরাতে হলে অবিলম্বে রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।”


যুবরাজ নগরের তৃণমূল প্রার্থী মৃণালকান্তি দেবনাথ এক বুথ থেকে অন্য বুথে ছুটে বেড়াচ্ছেন। তাঁর দাবি, “বিজেপি বিরোধী এজেন্টদের বুথে বসতে বাধা দিচ্ছে। ত্রিপুরায় সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। ভোটারদের উদ্দেশ্যে তাঁর আর্জি, “ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো, যুবরাজনগরবাসী বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছে। আজকে একটি ঐতিহাসিক দিন, এই উপনির্বাচন আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যত ঠিক করবে। তাই সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনার গণতন্ত্রের পক্ষে রায় দিন”।


spot_img

Related articles

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...