Monday, November 10, 2025

Murshidabad: স্বামীকে মৃত বানিয়ে ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করল স্ত্রী !

Date:

জীবিত স্বামীকে মৃত (Dead) বানিয়ে ব্যাঙ্ক থেকে ২৬ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল স্ত্রী -এর বিরুদ্ধে। পাশাপাশি স্বামীর জাল মৃত্যু-শংসাপত্র (Death Certificate)বানিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠছে শাহিনা খাতুন (Shahina Khatun)নামে এক মহিলার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার বড়ঞা থানার কুলি (Kuli) অঞ্চলে।

স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে কুলি অঞ্চলের বাসিন্দা জনৈক নুরজামাল (Noorjamal) একটি কাজ নিয়ে সৌদি আরবে (Saudi Arabia) যান। মাস খানেক আগেই তিনি দেশে ফেরেন। এরপর নিজের গ্রামে গিয়ে টাকা তোলার জন্য স্থানীয় ব্যাঙ্কের দ্বারস্থ হন। আর সেখানেই গিয়েই চোখ কপালে উঠেছে তাঁর। তিনি জানতে পারেন যে তাঁর অজান্তেই জমানো অর্থ ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছেন স্ত্রী। ব্যাঙ্ক ম্যানেজার নুরজামালকে জানান যে তাঁর স্ত্রী শাহিনা খাতুন নিজে স্বামীর মৃত্যু-শংসাপত্র ব্যাঙ্কে জমা দিয়ে গচ্ছিত টাকা তুলে নিয়েছেন। যেহেতু শাহিনা নুরজামাল – এর নমিনি ছিলেন তাই স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক ম্যানেজারের কোনও সন্দেহ হয় নি। এরপরই সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নুরজামাল। তাঁর অভিযোগ যে জাল মৃত্যু-শংসাপত্র দেখিয়ে ব্যাঙ্কে জমানো টাকা, বিমার টাকা, এমনকি, স্থাবর সম্পত্তিও নিজের নামে করে নিয়েছেন শাহিনা। স্ত্রী শাহিনা খাতুনের নামে পরকীয়া সম্পর্কে জড়িত থাকার অভিযোগ তুলে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নুরজামাল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version