Sunday, November 16, 2025

Hooghly: এভারেস্টজয়ী পিয়ালি বসাকের পাশে বিধায়ক- মন্ত্রী ইন্দ্রনীল সেন

Date:

সুমন করাতি, হুগলি

কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্টের (Everest) শৃঙ্গ ছুঁয়ে রেকর্ড গড়েছেন হুগলি জেলার চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক (Piyali Basak)। ঘরের মেয়ে ঘরে ফেরার পরই রাজ্য সরকার (Government of West Bengal)এবং কেন্দ্র সরকারের (Cetral Government)কাছে সাহাজ্যের আবেদন করেছিলেন। এবার তাঁর পাশে দাঁড়ালেন চন্দননগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। চন্দননগর উৎসব কমিটির পক্ষ থেকে পিয়ালী বসাকের হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দিলেন তিনি।

এভারেস্টজয়ী পিয়ালি বসাক শুধু চন্দননগর নয় বরং রাজ্য তথা দেশের গর্ব। ২২ মে ২০২২,রবিবার সকাল সাড়ে আটটায় এভারেস্টের চূড়ায় পা রাখেন পিয়ালি। অক্সিজেন ছাড়াই এই বেনজির সাফল্য। প্ৰথম বাঙালি হিসাবে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়ে ফেলেন তিনি। কিন্তু অর্থাভাব প্রতি পদে পদে বাধা হয়ে দাঁড়ায়। তাই সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন এই প্রসঙ্গে বলেন, এই ধরনের অভিযানে যেতে গেলে রাজ্য সরকারের কাছে নির্দিষ্টভাবে আবেদন করলে অবশ্যই সরকার সাধ্যমত সাহায্য করে। শুধু তাই নয় এই ধরনের দুঃসাহসিক অভিযানে গিয়ে যদি কোন রকম বিপদ হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের একটা দায় থেকে যায়, যার জন্য তিনি পিয়ালিকে অনুরোধ করেন আগামী দিনে এই ধরনের অভিযানের আগে সরকারের কাছে তিনি যেন নির্দিষ্টভাবে অভিযান সম্বন্ধে বিস্তারিত জানিয়ে আবেদন করেন । চন্দননগর উৎসব কমিটির প্রশংসাও করেন চন্দননগরের বিধায়ক। এই অনুষ্ঠানে পিয়ালির হাতে তিন লক্ষ টাকার চেক ছাড়াও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পিয়ালি ও তাঁর পরিবার চন্দননগর উৎসব কমিটির উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন তাঁর এই অভিযানে চন্দননগরের সাধারণ মানুষও তার পাশে দাঁড়িয়েছিলেন, পুরসভার তরফ থেকে তাঁকে সাহায্য করা হয়েছিল। তিনি সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন ছাড়াও চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী (Ram Chakraborty)সহ চন্দননগর পুরসভার মেয়র ইন কাউন্সিল উপস্থিত ছিলেন।



Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version