Monday, May 12, 2025

বর্ষা ছেড়েছি লড়াই নয়: ‘বিশ্বাসঘাতক’ শিন্ডেকে চ্যালেঞ্জ ঠাকরের

Date:

রাজনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করেছে মহারাষ্ট্রে(Maharastra)। ৪০-এর বেশি বিধায়ককে সঙ্গে নিয়ে অসমে পাড়ি দিয়েছেন বিক্ষুব্ধদের নেতা একনাথ শিন্ডে(Eknath Shinde)। এহেন অবস্থার মাঝেই এবার শিন্ডেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thakre)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, “বর্ষা ছেড়েছি লড়াই নয়”। শুক্রবার বিকেলে শিবসেনা পরিষদীয় দল এবং জেলা সভাপতিদের বৈঠকে ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মহারাষ্ট্র বিধানসভায় ‘সংখ্যার লড়াইয়ে’ নামার বার্তা দিয়েছেন উদ্ধব।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে উদ্ধব ঠাকরে বলেন, “মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো ‘বর্ষা’ ছেড়ে দিয়েছি, কিন্তু লড়াই ছাড়িনি। এর আগেও আমরা একাধিক বার বিদ্রোহের মুখোমুখি হয়েছি। কিন্তু তা সত্ত্বেও দু’বার ক্ষমতায় এসেছি।” অন্য দিকে, উদ্ধবের পুত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেও ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন। তবে চ্যালেঞ্জের পাশাপাশি শিন্ডের বিশ্বাসঘাতকতায় উদ্ধব যে বেশ আঘাত পেয়েছেন সে কথাও বেশ বোঝা যায় এদিন তাঁর বক্তব্যে। উদ্ধব বলেন, “একনাথ শিন্ডের ছেলেও শিবসেনা থেকে নির্বাচিত সাংসদ। আমি তাঁর জন্য সবকিছু করেছি। আমি আমার নিজের দফতর শিন্ডের হাতে তুলে দিয়েছি। তার পরও আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে সে।” এদিকে এই সঙ্কটের মাঝেই শিবসেনার প্রস্তাবে সায় দিয়ে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার অজয় চৌধুরীকে পারিষদীয় দলের নেতা নির্বাচিত করেছেন। ডেপুটি স্পিকারের দফতর থেকে এই সংক্রান্ত চিঠি এদিন পাঠিয়ে দেওয়া হয় শিবসেনার দফতরে।


Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version