Sunday, August 24, 2025

বর্ষা ছেড়েছি লড়াই নয়: ‘বিশ্বাসঘাতক’ শিন্ডেকে চ্যালেঞ্জ ঠাকরের

Date:

রাজনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করেছে মহারাষ্ট্রে(Maharastra)। ৪০-এর বেশি বিধায়ককে সঙ্গে নিয়ে অসমে পাড়ি দিয়েছেন বিক্ষুব্ধদের নেতা একনাথ শিন্ডে(Eknath Shinde)। এহেন অবস্থার মাঝেই এবার শিন্ডেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thakre)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, “বর্ষা ছেড়েছি লড়াই নয়”। শুক্রবার বিকেলে শিবসেনা পরিষদীয় দল এবং জেলা সভাপতিদের বৈঠকে ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মহারাষ্ট্র বিধানসভায় ‘সংখ্যার লড়াইয়ে’ নামার বার্তা দিয়েছেন উদ্ধব।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে উদ্ধব ঠাকরে বলেন, “মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো ‘বর্ষা’ ছেড়ে দিয়েছি, কিন্তু লড়াই ছাড়িনি। এর আগেও আমরা একাধিক বার বিদ্রোহের মুখোমুখি হয়েছি। কিন্তু তা সত্ত্বেও দু’বার ক্ষমতায় এসেছি।” অন্য দিকে, উদ্ধবের পুত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেও ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন। তবে চ্যালেঞ্জের পাশাপাশি শিন্ডের বিশ্বাসঘাতকতায় উদ্ধব যে বেশ আঘাত পেয়েছেন সে কথাও বেশ বোঝা যায় এদিন তাঁর বক্তব্যে। উদ্ধব বলেন, “একনাথ শিন্ডের ছেলেও শিবসেনা থেকে নির্বাচিত সাংসদ। আমি তাঁর জন্য সবকিছু করেছি। আমি আমার নিজের দফতর শিন্ডের হাতে তুলে দিয়েছি। তার পরও আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে সে।” এদিকে এই সঙ্কটের মাঝেই শিবসেনার প্রস্তাবে সায় দিয়ে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার অজয় চৌধুরীকে পারিষদীয় দলের নেতা নির্বাচিত করেছেন। ডেপুটি স্পিকারের দফতর থেকে এই সংক্রান্ত চিঠি এদিন পাঠিয়ে দেওয়া হয় শিবসেনার দফতরে।


Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version