Monday, November 10, 2025

যাদবপুরের বিশাখকে একই সঙ্গে ফেসবুক- গুগলের কোটি টাকার চাকরির প্রস্তাব

Date:

সত্যিই এ যেন কোটি টাকার স্বপ্ন! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র বিশাখ মণ্ডল একই সঙ্গে ফেসবুক ও গুগলের কাছ থেকে কোটি টাকা বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন। তাঁকে ১.৮৩ কোটি টাকার বার্ষিক প্যাকেজের প্রস্তাব দিয়েছে ফেসবুক। আর গুগল দিয়েছে ১.৪০ কোটি টাকার বার্ষিক প্যাকেজের চাকরির প্রস্তাব। তবে বিশাখ একা নন এবছর যাদবপুরের মোট ১০ জন কৃতী পড়ুয়া বার্ষিক এক কোটি টাকার বেশি প্যাকেজের চাকরি পেয়েছেন।

রামপুরহাটের ছাত্র বিশাখ। রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকে বিশাখের স্থান ছিল দ্বাদশ। জয়েন্ট এন্ট্রান্স দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অত্যন্ত ভালো ফল করে পড়াশোনা শেষ করেন। বিশাখের মা শিবানীদেবী অঙ্গনওয়াড়ি কর্মী। বিশাখ প্রথমে গুগল- লন্ডন থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের চাকরির প্রস্তাব পান । তার পরে গত মঙ্গলবার পান ফেসবুক-লন্ডনের প্রস্তাব। বিশাখকে আগামী অগাস্ট বা সেপ্টেম্বর নাগাদ কাজে যোগ দিতে হবে। তার কর্মক্ষেত্র হবে লন্ডন।

তবে বিশাখের জীবনের শুরুটা কিন্তু এত সুন্দর স্বপ্নের মত ছিল না। বিশাখ তখন বছর তিনেকের শিশু। সংসারে চরম দারিদ্র্য। ছেলেকে মানুষ করতে , বড় করতে মা শিবানীদেবী চাকরি নিতে বাধ্য হন অঙ্গনওয়াড়িতে। শুরুতে ভাড়ার ঘরে থাকতেন। তারপর আত্মীয়-পরিজনের ছোট ফ্ল্যাটে উঠে যান তাঁরা। ছেলে এখন এতভাল কাজ পেয়েছেন শুনে স্বাভাবিকভাবেই মা খুব খুশি।আজ এই সুখের দিনে শিবানী দেবীর তাই চোখে জল । বললেন ছেলেকে মানুষ করতে চেয়েছিলাম। অঙ্গনওয়াড়ি কর্মীর সামান্য বেতনে কুলোতে পারতাম না। বাপের বাড়ির সাহায্য ছাড়া এই জায়গায় পৌঁছনো প্রায় অসম্ভব ছিল।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version