Monday, November 10, 2025

Mango Festival: আম কিনে আক্ষেপ! আম উৎসবে ঠকলেন স্বয়ং কৃষিমন্ত্রী

Date:

নবাবী আম কিনে খোশ মেজাজে বাড়ি গিয়েছিলেন মন্ত্রীমশাই। মুর্শিদকুলি খাঁ (Murshid Quli Khan) যে আম মায়ানমার থেকে বাংলায় এনেছিলেন সেই আম কিনে বেজায় ঠকলেন রাজ্যের তিন মন্ত্রী (minister)। ২০০ টাকার আম উৎসব (Mango festival) প্রাঙ্গণে বিক্রি হল ৫০০ টাকা প্রতি পিস। বিধানসভায় সেকথা জানা মাত্রই মন ভাঙল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay)। ঠকলেন রাজ্যের আরও দুই মন্ত্রী।

শুক্রবার বিধানসভার অধিবেশনের শেষ দিনে চূড়ান্ত আক্ষেপ শোনা গেল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) গলায়। রাজ্যের খাদ্য ও প্রক্রিয়াকরণ দফতর আয়োজিত আম উৎসবে গিয়ে মুর্শিদাবাদের বিখ্যাত কোহিতুর আম মনে ধরে মন্ত্রীর। দাম জিজ্ঞেস করে জানতে পারেন প্রতি পিস ৫০০ টাকা। আম কেনেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং দমকলমন্ত্রী সুজিত বসুও (Sujit Bose)। এটা ছিল গত বৃহস্পতিবারের ঘটনা। এরপর শুক্রবার এই নিয়ে বিধানসভায় কথা ওঠে। বিধানসভায় এমন অনেক কর্মী রয়েছেন যাঁরা মুর্শিদাবাদ বা মালদহের বাসিন্দা। এই কথা শুনে তাঁরা বলেন কোহিতুর আম আসলে নবাবের প্রিয় আম হিসেবেই মুর্শিদাবাদে পরিচিত। মুর্শিদাবাদেই সে আমের গাছ লাগিয়ে ফলন শুরু হয়। ওজনে তা বিক্রি হয় না। বিকোয় ‘পিস’ হিসাবে। এ বছর ৬০০ গ্রাম ওজনের এই আমের দাম উঠেছে ১৬০ থেকে ২০০ টাকা পিস। সেক্ষেত্রে মন্ত্রী কিনা কিনলেন ৫০০ টাকা পিস আম! বৃহস্পতিবার কড়কড়ে পাঁচশো টাকার নোটের বিনিময়ে কার্পাস তুলোয় মোড়া একটা আম বাক্সে পুরে বাড়ি নিয়ে গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। যে আকার বা ওজনের আম মন্ত্রী কিনেছেন তা কম করে আড়াইশো গ্রাম। প্রতি কিলো বড়জোর ১৫০ টাকা দাম হতে পারে। হতাশ কৃষিমন্ত্রী, শোভনদেববাবুর কথায়, “কর্মীরা বললেন এই আমের এত দামই না। ঠকিয়ে দিয়েছে।”



Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version