Sunday, May 18, 2025

মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি সাজিদ মীর গ্রেফতার পাকিস্তানে, ১৫ বছরের সাজা

Date:

২৬/১১ মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম চক্রী জঙ্গি(Terrorist) সাজিদ মীরকে(Sajid Mir) গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। জানা গিয়েছে, জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে লাহোরের(Lahore) এক আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল কুখ্যাত এই জঙ্গি। চলতি মাসেই তাকে ১৫ বছরের শাস্তি দেয় আদালত।

২০০৮ সালে ১০ পাক জঙ্গির হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই(Mumbai)। গোয়েন্দাদের দাবি, হামলা চলাকালীন পাকিস্তানের মাটিতে বসে এই ১০ জঙ্গিকে সমস্ত রকম নির্দেশ দিচ্ছিল হামলার অন্যতম মাথা এই মীর। কুখ্যাত এই জঙ্গি ভারত তো বটেই আইএফবি মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ফলে তাকে গ্রেফতারের জন্য পাক সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় দুই দেশের তরফে। রীতিমতো চাপের মুখে পড়ে গত এপ্রিল মাসে তাকে গ্রেফতার করে পাক সরকার। বর্তমানে পাঞ্জাবে কোট লখপত জেলে বন্দি রয়েছে সে। যদিও পাকিস্তানের তরফে তার বিরুদ্ধে জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, একেই জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে বিশ্ব মঞ্চে কোণঠাসা পাকিস্তান। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ‘ধূসর তালিকা’ থেকে বেরতে মরিয়া পাকিস্তান। একাধিক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিক মদত দেওয়া জন্য ২০১৮ সালেই পাকিস্তানকে ‘ধূসর তালিকা’ভুক্ত করে তারা। এই বিষয়ে সংস্থার তরফে পাক সরকারকে একাধিকবার হুঁশিয়ারিও দেওয়া হয়। সেই সময় বলা হয়েছিল, আগামী দিনে তাদের (পাকিস্তান) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যার জেরেই আইএসআইয়ের খাস লোক মীরকে গ্রেফতার করল তারা। মীরের গ্রেপ্তারি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পাক প্রশাসন। ফলে খবরটির সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।


Related articles

বেআইনি নির্মাণ মুম্বইয়ে! মিঠুনকে আইনি চিঠি বিএমসি-র

অবৈধ নির্মাণের সন্ধানে গিয়ে তাজ্জব বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অবৈধ নির্মাণের বিরুদ্ধে...

‘পারলে ধরে দেখাও’- দেওয়াল লিখনে পুলিশকে চ্যালেঞ্জ, আমেরিকায় জেল ভেঙে পালালো বন্দিরা!

পাঁচ শব্দের একটা বাক্য, আর তাতেই প্রশ্নের মুখে আমেরিকার মতো শক্তিধর দেশের কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। নিউ অরলিন্সে জেল...

টেস্ট অধিনায়ক হিসাবে গাভাসকরেরও পছন্দ শুভমন গিল

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত...

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...
Exit mobile version