Wednesday, August 27, 2025

মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি সাজিদ মীর গ্রেফতার পাকিস্তানে, ১৫ বছরের সাজা

Date:

২৬/১১ মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম চক্রী জঙ্গি(Terrorist) সাজিদ মীরকে(Sajid Mir) গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। জানা গিয়েছে, জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে লাহোরের(Lahore) এক আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল কুখ্যাত এই জঙ্গি। চলতি মাসেই তাকে ১৫ বছরের শাস্তি দেয় আদালত।

২০০৮ সালে ১০ পাক জঙ্গির হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই(Mumbai)। গোয়েন্দাদের দাবি, হামলা চলাকালীন পাকিস্তানের মাটিতে বসে এই ১০ জঙ্গিকে সমস্ত রকম নির্দেশ দিচ্ছিল হামলার অন্যতম মাথা এই মীর। কুখ্যাত এই জঙ্গি ভারত তো বটেই আইএফবি মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ফলে তাকে গ্রেফতারের জন্য পাক সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় দুই দেশের তরফে। রীতিমতো চাপের মুখে পড়ে গত এপ্রিল মাসে তাকে গ্রেফতার করে পাক সরকার। বর্তমানে পাঞ্জাবে কোট লখপত জেলে বন্দি রয়েছে সে। যদিও পাকিস্তানের তরফে তার বিরুদ্ধে জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, একেই জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে বিশ্ব মঞ্চে কোণঠাসা পাকিস্তান। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ‘ধূসর তালিকা’ থেকে বেরতে মরিয়া পাকিস্তান। একাধিক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিক মদত দেওয়া জন্য ২০১৮ সালেই পাকিস্তানকে ‘ধূসর তালিকা’ভুক্ত করে তারা। এই বিষয়ে সংস্থার তরফে পাক সরকারকে একাধিকবার হুঁশিয়ারিও দেওয়া হয়। সেই সময় বলা হয়েছিল, আগামী দিনে তাদের (পাকিস্তান) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যার জেরেই আইএসআইয়ের খাস লোক মীরকে গ্রেফতার করল তারা। মীরের গ্রেপ্তারি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পাক প্রশাসন। ফলে খবরটির সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version