Wednesday, August 27, 2025

Birmingham: অর্থ বাঁচাতে কুকুরের খাবার খাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী !

Date:

পড়াশোনা করে বড় হওয়ার লক্ষ্যে অনেক সময় নিজেদের বাড়ি ঘর ছেড়ে হোস্টেলে (Hostel)থাকতে হয় পড়ুয়াদের। হোস্টেলের ভাড়া দেওয়ার পর যে সীমিত ভাতা (Allowance) হাতে থাকে তার থেকে সাশ্রয়ের কল্পনা করেন অনেকেই। কিন্তু সেটাও সম্ভব হয় না। অতিরিক্ত অর্থ উপার্জন করার লক্ষ্যে অনেকেই পড়াশোনা করার পাশাপাশি চাকরি(Part Time Job) করেন। কিন্তু তাতেও কুলোয় না। তাই যেভাবে হোক একটু সঞ্চয় করার আশায় নানা রকমের পদক্ষেপ করতে হয়। অনেকেই নিজেদের খাওয়া দাওয়া নিয়ে আপোষ করেন। যাতে সেইভাবে কিছুটা হলেও সাশ্রয় বা সঞ্চয় হয়। আর এই ঘটনা নিয়ে সম্প্রতি ভাইরাল হয়েছেন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাহিনী। অর্থ বাঁচানর আশায় কুকুরের খাবার খেয়ে দিন কাটাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র (university student)। তিন বেলার খাবারের ক্ষেত্রেই তিনি বদলে ফেলেছেন রুটিন। সকালের টিফিন, দুপুরের খাবার এবং রাতের খাবারের মেনুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেখেছেন কুকুরের খাবার। এই ভাবেই দিন কাটাচ্ছেন তিনি। এই কথা পড়ুয়া স্বীকার করে নেওয়ার পর থেকেই ভাইরাল(Viral) হয়েছে গোটা ঘটনা।

ছাত্রের এই স্বীকারোক্তি পড়ে অনেকেই হতবাক হয়ে যান। একজন লিখেছেন, “সস্তা কুকুরের খাবারে ভারী উপাদান থাকে, যা হজম করা কঠিন।” অনেকেই বলছেন এই ধরনের খাবার মানুষের খাদ্য হতেই পারে না। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তাঁর একটি নোটে লিখেছেন, “এই মুহূর্তে আমি একজন ছাত্র। নানা সমস্যায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম। তাই আমি বিনামূল্যে কুকুরের খাবার খেতে শুরু করি। এটি শুরু হয়েছিল যখন আমার বন্ধু আমাকে কুকুরের খাবার খেতে চ্যালেঞ্জ করেছিল।” তিনি জানিয়েছেন যে দিনে অন্তত একবার কুকুরের খাবার(Dog food) তাঁর পছন্দের তালিকাতেই আছে। এভাবেই দিন কাটাচ্ছেন তিনি।



Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version