Thursday, November 13, 2025

Birmingham: অর্থ বাঁচাতে কুকুরের খাবার খাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী !

Date:

পড়াশোনা করে বড় হওয়ার লক্ষ্যে অনেক সময় নিজেদের বাড়ি ঘর ছেড়ে হোস্টেলে (Hostel)থাকতে হয় পড়ুয়াদের। হোস্টেলের ভাড়া দেওয়ার পর যে সীমিত ভাতা (Allowance) হাতে থাকে তার থেকে সাশ্রয়ের কল্পনা করেন অনেকেই। কিন্তু সেটাও সম্ভব হয় না। অতিরিক্ত অর্থ উপার্জন করার লক্ষ্যে অনেকেই পড়াশোনা করার পাশাপাশি চাকরি(Part Time Job) করেন। কিন্তু তাতেও কুলোয় না। তাই যেভাবে হোক একটু সঞ্চয় করার আশায় নানা রকমের পদক্ষেপ করতে হয়। অনেকেই নিজেদের খাওয়া দাওয়া নিয়ে আপোষ করেন। যাতে সেইভাবে কিছুটা হলেও সাশ্রয় বা সঞ্চয় হয়। আর এই ঘটনা নিয়ে সম্প্রতি ভাইরাল হয়েছেন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাহিনী। অর্থ বাঁচানর আশায় কুকুরের খাবার খেয়ে দিন কাটাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র (university student)। তিন বেলার খাবারের ক্ষেত্রেই তিনি বদলে ফেলেছেন রুটিন। সকালের টিফিন, দুপুরের খাবার এবং রাতের খাবারের মেনুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেখেছেন কুকুরের খাবার। এই ভাবেই দিন কাটাচ্ছেন তিনি। এই কথা পড়ুয়া স্বীকার করে নেওয়ার পর থেকেই ভাইরাল(Viral) হয়েছে গোটা ঘটনা।

ছাত্রের এই স্বীকারোক্তি পড়ে অনেকেই হতবাক হয়ে যান। একজন লিখেছেন, “সস্তা কুকুরের খাবারে ভারী উপাদান থাকে, যা হজম করা কঠিন।” অনেকেই বলছেন এই ধরনের খাবার মানুষের খাদ্য হতেই পারে না। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তাঁর একটি নোটে লিখেছেন, “এই মুহূর্তে আমি একজন ছাত্র। নানা সমস্যায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম। তাই আমি বিনামূল্যে কুকুরের খাবার খেতে শুরু করি। এটি শুরু হয়েছিল যখন আমার বন্ধু আমাকে কুকুরের খাবার খেতে চ্যালেঞ্জ করেছিল।” তিনি জানিয়েছেন যে দিনে অন্তত একবার কুকুরের খাবার(Dog food) তাঁর পছন্দের তালিকাতেই আছে। এভাবেই দিন কাটাচ্ছেন তিনি।



Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version