Wednesday, August 27, 2025

বিক্ষুব্ধ বিধায়কদের নয়, সিআরপিএফ মোতায়েন করা উচিত কাশ্মীরি পণ্ডিতদের জন্য : আদিত্য ঠাকরে

Date:

সুতোয় ঝুলছে মহারাষ্ট্রে (Maharashtra Political Crisis) উদ্ধব সরকারের ভবিষ্যৎ। এখনও অসমের গুয়াহাটিতে পাঁচতারা হোটেলে আশ্রয়ে রয়েছেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা। ক্রমশ বিধায়কের সংখ্যা বেড়েই চলেছে।যত সময় যাচ্ছে ততই বেশি করে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে বিজেপি-র (BJP) যোগসূত্র প্রকট হচ্ছে। এমনকি বিজেপি শাসিত গুয়াহাটিতে আশ্রিত শিবসেনার ১৫ জন বিক্ষুব্ধ বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটেগরির (Y Plus Security) নিরাপত্তাও দেওয়া হয়েছে।

দলের বিক্ষুব্ধ বিধায়কদের নিরাপত্তা দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ছেলে আদিত্য ঠাকরে (Aditya Thackeray)। তার সাফ কথা, বিক্ষুব্ধ বিধায়কদের নয়, সিআরপিএফ জওয়ান মোতায়েন করে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) নিরাপত্তা দেওয়া উচিত ছিল।

বিক্ষুব্ধ বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন আদিত্য ঠাকরে।রবিবার শিবসেনা সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন আদিত্য। তিনি বলেন, “বিদ্রোহী বিধায়ক যাঁরা গুয়াহাটি পালিয়ে গিয়েছেন, তাঁদের নিরাপত্তায় সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। আসলে যাঁদের নিরাপত্তার প্রয়োজন ছিল, সেই কাশ্মীরি পণ্ডিতদের জন্য সিআরপিএফ মোতায়েন করা উচিত ছিল।”

আদিত্য সাফ জানিয়েছেন, দরজা খোলাই রয়েছে। আরও যাঁরা বেরিয়ে যেতে চান, যেতে পারেন। চাইলে ফিরেও আসতে পারেন। কিন্তু যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের দলে ফেরানোর প্রশ্ন ওঠে না।তাঁর কথায়, “সাহস থাকলে শিবসেনার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ভোটে লড়ে দেখান। যদি মনে হয় আমরা অন্যায় করেছি, উদ্ধবজির নেতৃত্ব দলের জন্য উপযুক্ত নয়, তাহলে পদত্যাগ করুন। নির্বাচনে লড়ে দেখান। আমরা তৈরি আছি।”

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version