Sunday, November 9, 2025

Rohit Sharma: করোনায় আক্রান্ত রোহিত শর্মা, কোয়ারেন্টাইনে ভারত অধিনায়ক

Date:

ফের করোনার (Corona) থাবা ভারতীয় (India) শিবিরে। করোনায় আক্রান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টুইট করে জানায় বিসিসিআই (BCCI)। হোটেলের ঘরেই কোয়ারেন্টাইনে রয়েছেন হিটম‍্যান। শনিবার রোহিতের করোনার পরীক্ষা করা হলে, সেই পরীক্ষার ফল পজেটিভ আসে।

এদিন বিসিসিআই টুইট করে জানায়, “শনিবার একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরে ভারত অধিনায়ক রোহিত শর্মার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এই মুহূর্তে টিম হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।”

এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম‍্যাচ খেলতে ইংল‍্যান্ডে টিম ইন্ডিয়া। ইংল‍্যান্ডে বিরুদ্ধে খেলতে নামার আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুত ম‍্যাচ খেলছে বিরাট কোহলি, রোহিত শর্মারা। রোহিত বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট করলেও, শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে তিনি ২৫ করে আউট হয়ে যান। ১ জুলাই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে টেস্ট। তার আগে রোহিত সুস্থ হতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

এর কিছুদিন আগে ভারতীয় দল ইংল্যান্ড সফর করার ঠিক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি পুরো সুস্থ হয়ে সম্প্রতি ভারতীয় শিবিরে যোগ দেন। এরপর জানা যায় মালদ্বীপ থেকে ঘুরে এসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি।

গতবছর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। প্রথম চারটি টেস্ট নির্বিঘ্নেই হয়। কিন্তু পঞ্চম টেস্টের আগে করোনার কারণে স্থগিত হয়ে যায় সেই টেস্ট। সেই টেস্টটিই ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। তার আগে ফের করোনা আতঙ্ক।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...
Exit mobile version