Sunday, November 9, 2025

ক্যানসার জয়ী কনিকা, আকাশপথে গাড়িভাড়া দেন ‘স্মল টাউন গার্ল’

Date:

ইচ্ছে থাকলে উপায় হয়। অদম্য জেদ আর হার না মানা মানসিকতার কাছে হার মানতে বাধ্য হয়েছে দুরারোগ্য কর্কট (Cancer) রোগও। ২২ বছরে ব্যবসা শুরু করে মাত্র দশ বছরের মধ্যেই ১০টি প্রাইভেট জেটের (Private Jet) মালিক তিনি! কনিকা টেকরিওয়াল (Kanika Tikrewal)।

এক আকাশ স্বপ্ন নিয়ে ‘প্রাইভেট জেট’ এর ব্যবসা শুরু করেছিলেন কনিকা (Kanika Tikrewal)। সাহসী মেয়েটি যখন স্বপ্নের আকাশে উড়ান দিয়ে ডানা মেলা শুরু করছিলেন, তখনই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন । কিন্তু থেমে থাকেননি। রোগের সঙ্গে লড়াই করতে করতেই ব্যবসায় উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া।সবে ১০ বছর ব্যবসা করেছেন কনিকা। ইতিমধ্যেই ব্যবসা জমিয়ে ফেলেছেন। মাত্র ৩২ বছর বয়সে ১০টি প্রাইভেট জেটের মালিক তিনি!তিনি জেটসেট-গো (Jet set Go) সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি প্রাইভেট জেট এবং হেলিকপ্টার ভাড়া দেন। কনিকার সাফল্যের যাত্রা খুব একটা সহজ ছিল না। চেন্নাইয়ে বাড়ি হলেও পড়াশোনা পুরোটাই হোস্টেলে।পরে মুম্বইয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি। তারপর ডিপ্লোমা কোর্স করে এমবিএ(MBA)। কনিকার কথায়, ‘‘তখন আমি ছাত্রী। তিন বছর ধরে নিজের এই ব্যবসায়িক ভাবনায় শান দিয়েছি। বার বার ব্যবসার নকশা কষেছি। বার বার কেটেছি।’’ সম্ভ্রান্ত পরিবার কখনই চাইনি, বাড়ির মেয়ে প্রাইভেট জেটের ব্যবসা করুক। কিন্তু আজ কনিকা টেকরিওয়াল নামের পাশে সফল ব্যবসায়ী ট্যাগ জুড়ে গেছে। আর এটা হয়েছে নিজের ইচ্ছেশক্তির জোরে। যাঁরা ব্যবসা করার স্বপ্ন দেখেন কনিকা তাঁদের কাছে অনুপ্রেরণা বটে। ৩২ বছরের যুবতী বলছেন, লক্ষ্য যদি স্থির থাকে তাহলে মানুষ পথ হারায় না। এগিয়ে চলতে হবে, থামলে চলবে না।



Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version