অগ্নিবীরদের নিয়ে সরকারের অনেক পরিকল্পনা আছে : রাজনাথ

0
1

অগ্নিবীর’ দের চাকরির মেয়াদ চার বছর পরে শেষ হয়ে গেলেও তাদের নিয়ে সরকারের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।রাজনাথের দাবি অগ্নিপথ প্রকল্প ভারতীয় সেনা নিয়োগ নতুন ইতিহাস রচনা করবে। অগ্নিপথ প্রকল্প নিয়ে যদি কোনও ত্রুটি বা চ্যালেঞ্জ দেখা দেয় তবে যথাযথভাবে তার মোকাবিলা করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এই প্রকল্প হঠাৎ করে বা রাতারাতি শুরু করা হয়নি। মূল স্টেকহোল্ডারদের সঙ্গে প্রায় দু’ বছর বিস্তৃত আলোচনার পরে এই প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছে। নতুন নিয়োগ মডেলটিকে ‘পরিবর্তনমূলক’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গত ১৪ জুন এই প্রকল্পের ঘোষণা হয়েছিল। à§§à§­ থেকে ২১ বছর বয়সী যুবকদের সেনাবাহিনীতে চার বছরের জন্য নিয়োগ করা হবে। তাদের মধ্যে ২৫ শতাংশকেই আরও à§§à§« বছরের জন্য নিয়োগ করা হবে সেনাবাহিনীতে। ২০২২ এর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে।

রাজনাথ এদিন সরকারের তরফে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হোক। কেন্দ্র সরকার প্রতি বছর এর পর্যালোচনা করবে। কোনও ত্রুটি বা চ্যালেঞ্জ থাকলে যত দ্রুত সম্ভব সেগুলির সমাধান করার চেষ্টা করা হবে।